ওয়েব ডেস্ক: প্রতিবেশী দেশ পাকিস্তানের টেলিভিশন চ্যানেলের সঞ্চালকের হুমকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মূলত পাকিস্তানে ভারতীয় জওয়ানদের সার্জিক্যাল স্ট্রাইক নিয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারকে হুমকি দিয়েছে পাকিস্তানের এই টেলিভিশন চ্যানেল। আরও পড়ুন-  মোদী হিন্দু-বিরোধী, নোট বাতিলের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করবে: হিন্দু মহাসভা 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



"মোদী সাহেব, আপনাকে লাখবার বুঝিয়েছি, কখন আপনি বুঝবেন... প্রত্যেকবার আসেন কোনও না কোনও কু মতলব নিয়ে...প্রত্যেকবারই পিঠ দেখিয়ে পালিয়ে যান... প্রত্যেকবার মার খান আরও বাজে ভাবে মার খান...। হুমকি ছিল এতটাই ক্ষিপ্ত এবং তীব্র যেখানে শুধু প্রধানমন্ত্রীই নন, হুমকি দেওয়া হয় গোটা ভারতকে, এক যে ছিল ভারত, এক যে ছিল নরেন্দ্র মোদী..." দেখুন ভিডিও-