তেরঙ্গা নিয়ে মন্তব্যের প্রতিবাদ, মেহবুবার বিরুদ্ধে তোপ দেগে দল ছাড়লেন ৩ পিডিপি নেতা
ছাড়া পাওয়ার পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন পিডিপি প্রধান
নিজস্ব প্রতিবেদন: গৃহবন্দি দশা থেকে মুক্তি পেয়ে ঘর গোছাতে শুরু করেছিলেন। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরাতে ন্যাশনাল কন্ফারেন্সের সঙ্গে জোট তৈরি করে আন্দোলনে নামার কথাও ঘোষণা করেছিলেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি। এর মধ্য়েই জোর ধাক্কা। প্রকাশ্যে তাঁর বিরুদ্ধাচারণ করে দল ছাড়লেন পিডিপির ৩ নেতা।
আরও পড়ুন-বিনামূল্যে দেশবাসীকে কোভিড টিকা দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের: প্রতাপ ষড়ঙ্গী
কাশ্মীরের ৩৭০ ধারা রদ ও জাতীয় পতাকা নিয়ে করা মেহবুবার মন্তব্যবের প্রতিবাদে সোমবার পিডিপি ছাড়ার কথা ঘোষণা করেছেন টি এস বাজওয়া, বেদ মহাজন ও হুসেন এ ওয়াফা। একটি চিঠিতে মেহবুবাকে তাঁরা জানিয়েছেন, দলনেত্রীর কর্মকাণ্ড ও বেশকিছু মন্তব্য তাঁদের দেশাত্মবোধে আঘাত করেছে। এর জন্য অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
আরও পড়ুন-ছবি: দশমীর বিকেলও দর্শনার্থীর ঢল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে
কী বলেছিলেন মেহবুবা!
ছাড়া পাওয়ার পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন পিডিপি প্রধান। ইতিমধ্যেই ন্য়াশনাল কন্ফারেন্সের সঙ্গে জোট বেঁধে কেন্দ্রের সঙ্গে লড়াইয়ে নামার কথা ঘোষণাও করেছেন। শুক্রবার মেহবুবা বলেন, ভোটে লড়াই করার তাঁর কোনও ইচ্ছেই নেই। তেরঙ্গা হাতে তোলারও বাসনা নেই যতক্ষণ না সংবিধান বদল করে ৩৭০ ধারা জম্মু ও কাশ্মীরে ফিরিয়ে দেওয়া হয়। এবং কাশ্মীরের পৃথক পতাকার মর্যাদা দেওয়া হয়।