কাশ্মীরে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই, শহিদ ৩ সেনা জনওয়ান, নিকেশ ৪ জঙ্গি
কাশ্মীরে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই। কুলগাঁওমে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ৩ জওয়ান। সেই সঙ্গে নিকেশ করা হয়েছে ৪ জঙ্গিকেও। সংঘর্ষে জখম হয়েছেন ১ অফিসার-সহ ২ সেনা জওয়ান। সেখানে আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তার জন্য তল্লাশি চলছে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।
ওয়েব ডেস্ক : কাশ্মীরে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই। কুলগাঁওমে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ৩ জওয়ান। সেই সঙ্গে নিকেশ করা হয়েছে ৪ জঙ্গিকেও। সংঘর্ষে জখম হয়েছেন ১ অফিসার-সহ ২ সেনা জওয়ান। সেখানে আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তার জন্য তল্লাশি চলছে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।
আরও পড়ুন- ভারত-বাংলাদেশ সীমান্তে শক্তি বাড়াচ্ছে জঙ্গি সংগঠন হুজি : রিপোর্ট
সেনা সূত্রে খবর, একটি বাড়িতে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়েই হানা দেয় সেনাবাহিনী। চ্যালেঞ্জ জানাতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেওয়া শুরু হয় সেনার তরফেও। নিকেশ করা হয় ৪ জঙ্গিকে। তবে, আচমকা আক্রমণ করায় শহিদ হন তিন সেনা জওয়ান। এদিকে, প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, তুষারপাতের আগেই জম্মু কাশ্মীরে ঢুকে পড়েছিল প্রায় দেড়শো জঙ্গি। ওই জঙ্গিরাই এখন তাণ্ডব চালাচ্ছে।