হিসারে সেনা ছাউনির ভেতরেই পাকিস্তানের হয়ে চরবৃত্তি! গ্রেফতার উত্তরপ্রদেশের ৩ শ্রমিক
আপাতত তাদের সেনা হেফাজতে রেখে জেরা করা হচ্ছে। পরে তাদের হরিয়ানা পুলিসের হাতে তুলে দেওয়া হবে
নিজস্ব প্রতিবেদন: চরবৃত্তির অভিযোগে গ্রেফতার উত্তরপ্রদেশের ৩ যুবক। হরিয়ানার হিসারে সেনা চাউনির মধ্যেই পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করছিল ওই তিন যুবক। এমনটাই অভিযোগ সেনার। তিনজনকে হেফাজতে নিয়েছে সেনা পুলিস।
আরও পড়ুন-খাস কলকাতায় স্পা-এর আড়ালে রমরম করে চলছিল মধুচক্র, ধৃত ৫
বেশ কয়েকদিন ধরে হিসারের সেনাছাউনির ভেতরে একটি মেসের নির্মাণ কাজ চলছিল। সেখানে ওই তিন যুবককে নিয়োগ করেছিল এক ঠিকাদার। তিন জনের মধ্যে দুজনের বাড়ি উত্তরপ্রদেশের মুজাফফরনগরে। এরা হল মেহতাব ও রাগিব। তৃতীয়জন শামলির। গত ১২ দিন ধরে তারা ক্যান্টনমেন্টের ভেতরে কাজ করছিল।
সেনাবাহিনীর অভিযোগ, তিন যুবক ক্যান্টনমেন্টের একাধিক স্টিল ও ভিডিয়ো তুলেছে। তাদের ওপরে দিন সাতেক নজর রাখছিল সেনা। ওইসব ছবি ও ভিডিয়োর মধ্যে কয়েকটি পাকিস্তানে পাঠানো হয় বলেও দাবি সেনার। গত ১ অগাস্ট অভিযুক্তদের ১ জন পাকিস্তানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে। আপাতত তাদের সেনা হেফাজতে রেখে জেরা করা হচ্ছে। পরে তাদের হরিয়ানা পুলিসের হাতে তুলে দেওয়া হবে।
আরও পড়ুন-পাসপোর্ট নেই; তুতিকোরিনে এসে আটক মালদ্বীপের প্রাক্তন উপরাষ্ট্রপতি, ফেরত পাঠাল ভারত
ধৃত মেহতাবের বাবা হানিফ ছেলের গ্রেফতারের খবর জানতে পারেন গত শুক্রবার। তাঁর দাবি, মেহতাব হয়তো খেয়ালের বসে কিছু ছবি তুলেছে। কিন্তু চবৃত্তির কোনও উদ্দেশ্য তার ছিল না।