ওয়েব ডেস্ক: ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI)-এর অভিনব পদক্ষেপ। ভারতের বৃহত্তম রাষ্ট্রীয় ব্যাঙ্কার এবার নিজেদের পরিষেবাগত উত্কর্ষ বৃদ্ধি করার জন্য গাঁটছড়া বাঁধল খড়গপুর আইআইটির সঙ্গে। দেশের প্রথম সারির এই শিক্ষা প্রতিষ্ঠানটির সঙ্গে সর্ববৃহত্ রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কটির একটি মউ স্বাক্ষরিত হয়েছে।


আরও পড়ুন- জঙ্গিহানার আশঙ্কায় দেশের পাঁচটি বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি


এই নতুন যৌথ প্রকল্পটির সফলভাবে রূপায়িত হলে সামগ্রিকভাবে ব্যাঙ্কিং ক্ষেত্রে অত্যাধুনিক আর্থিক প্রযুক্তি নির্ভর পরিষেবা সহজে পাওয়া যাবে। উভয় প্রতিষ্ঠানের এই যৌথ উদ্যোগের মাধ্যমে আর্থিক প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণার কাজ করবে এসবিআই ও আইআইটি খড়গপুর এবং তার জন্য একটা সেন্টার ফর এক্সেলেন্স (উত্কর্ষ কেন্দ্র) তৈরি করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।


আরও পড়ুন-  লক্ষ্য টেলি যোগাযোগে উন্নতি, মহাকাশে ফের উপগ্রহ পাঠাল ISRO