লক্ষ্য টেলি যোগাযোগে উন্নতি, মহাকাশে ফের উপগ্রহ পাঠাল ISRO

মহাকাশে উপগ্রহ পাঠানোর ক্ষেত্রে আরও একটি পালক জুড়ল ISRO-র মুকুটে। টেলি যোগাযোগ ব্যবস্থায় উন্নতির লক্ষ্যে আরও কমিউনিকেশন স্যাটেলাইট আজ মহাকাশে পাঠাল ISRO। আজ ফ্রেঞ্চ গিনির কৌরৌ উত্ক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে মহাকাশে পাঠানো হয় GSAT-১৮ উপগ্রহটি।

Updated By: Oct 6, 2016, 01:22 PM IST
লক্ষ্য টেলি যোগাযোগে উন্নতি, মহাকাশে ফের উপগ্রহ পাঠাল ISRO

ওয়েব ডেস্ক : মহাকাশে উপগ্রহ পাঠানোর ক্ষেত্রে আরও একটি পালক জুড়ল ISRO-র মুকুটে। টেলি যোগাযোগ ব্যবস্থায় উন্নতির লক্ষ্যে আরও কমিউনিকেশন স্যাটেলাইট আজ মহাকাশে পাঠাল ISRO। আজ ফ্রেঞ্চ গিনির কৌরৌ উত্ক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে মহাকাশে পাঠানো হয় GSAT-১৮ উপগ্রহটি।

আবহাওয়ার জন্য নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টা পর GSAT-১৮কে নিয়ে মহাকাশে উড়ে যায় এরিয়ান-৫ রকেট। ISRO জানিয়েছে, নতুন এই উপগ্রহটিতে থাকছে ৪৮টি রেসপন্ডার। যার মাধ্যমে খুব সহজেই সিগন্যাল গ্রহণ ও প্রেরণ করা সম্ভব হবে। এই মুহূর্তে ISRO-র ১৪টি টেলি সংযোগরক্ষাকারী উপগ্রহ কাজ করছে। ISRO-র এই সাফল্যে শুভেচ্ছা জানিয়ছেন সংস্থার চেয়ারম্যান এ এস কিরণ কুমার।

.