সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের প্রতিবাদ, ঢেউ ছড়িয়ে পড়ল ভুবনেশ্বরেও
রাজ্য রাজনীতি তথা দেশের রাজনীতি সরগরম। তৃণমূল কংগ্রেস ও বিজেপির লড়াই চলছেই। বরং, প্রতিমুহূর্তে লড়াই বাড়ছে ক্রমশ। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের প্রতিবাদ। রাজ্যে-দিল্লিতে চলছে তৃণমূলের আন্দোলন। সেই ঢেউ ছড়িয়ে পড়ল ভুবনেশ্বরেও। আজ ভুবনেশ্বরে CBI অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা।
ওয়েব ডেস্ক: রাজ্য রাজনীতি তথা দেশের রাজনীতি সরগরম। তৃণমূল কংগ্রেস ও বিজেপির লড়াই চলছেই। বরং, প্রতিমুহূর্তে লড়াই বাড়ছে ক্রমশ। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের প্রতিবাদ। রাজ্যে-দিল্লিতে চলছে তৃণমূলের আন্দোলন। সেই ঢেউ ছড়িয়ে পড়ল ভুবনেশ্বরেও। আজ ভুবনেশ্বরে CBI অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা।
আরও পড়ুন আগামী ১৩ তারিখ পর্যন্ত কার্ডে পেট্রোল পাম্প থেকে তেল কেনা যাবে
দলীয় পতাকা হাতে মিছিলও করেন তাঁরা। ভুবনেশ্বরে CBI হেফাজতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কাছেই ঝাড়পদা জেল হাসপাতালে রয়েছেন আরেক তৃণমূল সাংসদ তাপস পাল। ফলে, চিটফান্ড কেলেঙ্কারির তদন্তের বর্তমান এপিসেন্টার ভুবনেশ্বরই এখন তৃণমূলের টার্গেট। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদে কাল ভুবনেশ্বরে সভা করবে তৃণমূল।
আরও পড়ুন প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের প্যান কার্ড থাকা বাধ্যতামূলক