Tripura: অভিষেক-সহ নেতাদের বিরুদ্ধে FIR `বেআইনি`, আগরতলা হাইকোর্টে মামলা TMC-র
মামলাটির শুনানি বুধবার।
নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় লড়াই এবার আইনি পথেও! অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের নেতা-নেত্রীর বিরুদ্ধে 'বেআইনি' FIR খারিজের দাবিতে আগরতলা হাইকোর্টে মামলা করল তৃণমূল। মামলাটির শুনানি হবে বুধবার।
ত্রিপুরায় গিয়ে দফায় দফায় 'হামলা'র মুখে পড়েন দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ রাহারা। গ্রেফতার করা হয় তাঁদের। দলের 'আক্রান্ত' নেতানেত্রীদের পাশে দাঁড়াতে ত্রিপুরা যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ব্রাত্য বসু, কুণাল ঘোষরা। খোয়াই থানায় দীর্ঘক্ষণ ধরনা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শেষপর্যন্ত ৫০ হাজার ব্যক্তিগত বণ্ডে জামিন পান ধৃতেরা। কলকাতায় ফিরেছেন সকলেই।
আরও পড়ুন: Tripura: 'আসতে চাইলে স্বাগত', ত্রিপুরার বাম নেতাদের বার্তা Bratya Basu-র
এদিকে ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিস। বাদ যাননি সাংসদ দোলা সেন, মন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, এমনকী ত্রিপুরার নেতা সুবল ভৌমিক ও প্রকাশ দাসও। কেন? জানা গিয়েছে, খোয়াই থানার বসে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুলিসের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ করেছেন ওসি মনোরঞ্জন দেববর্মা। এ রাজ্যের শাসকদলের ৬ নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছেন 186/34 ধারায়।
আরও পড়ুন: Flight Fare Hike: টান পড়ছে পকেটে! অন্তর্দেশীয় বিমানের ভাড়া বাড়াল কেন্দ্র
যদিও পুলিসের এই অভিযোগকে আমল দিতে নারাজ তৃণমূল। বরং তাদের প্রশ্ন, 'কোর্টে কেন অভিযোগ করা হল না? এতদিন পরে কেন মামলা দায়ের'? কুণাল ঘোষ দাবি করেছিলেন, 'বিজেপির নির্দেশেই মামলা করেছে পুলিস। ভয় পেয়ে মামলা করেছে বিজেপি। আমার কোনও কাজে বাঁধা দিইনি। আইনে পথে লড়ব'। শেষপর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের ৬ নেতাদের বিরুদ্ধে FIR খারিজের দাবিতে আগরতলা হাইকোর্টে মামলা করল তৃণমূল।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)