জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার গুজরাতের মোরবিতে যাচ্ছে তৃণমূলের পাঁচ সাংসদের প্রতিনিধি দল। সাংসদ শান্তনু সেন, অসিত মাল, দলা সেন, খলিলুর রহমান এবং সুনিল মন্ডল রয়েছেন এই প্রতিনিধি দলে। অন্যদিকে ফের গ্রেফতার তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এই দাবি করেছেন। জামিন পেয়েছিলেন সাকেত গোখলে। তারপরে ফের গ্রফতার করা হয়েছে বলে ট্যুইট করেছেন তৃণমূল সাংসদ। তিনি দাবি করেছেন সাইবার থানা থেকে বেরনোর সময় আবারও গ্রেফতার করা হয় সাকেত গোখলেকে এবং নিয়ে যাওয়া হয়েছে অজানা গন্তব্যে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে জানিয়েছেন, যে বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে জেলে আটকে রাখার চেষ্টা করছে। তাঁর দাবি আদালত তাঁকে জামিন দেওয়ার পরেও ফের মোরবি সংক্রান্ত একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি চেষ্টা করছে যত বেশিদিন সম্ভব তাঁকে জেলে আটকে রাখতে।    


তৃণমূলের তরফে দাবি করা হয়েছে সাকেত গোখলেকে দ্বিতীয়বার গ্রেফতার করার সময় কোনও নির্দিষ্ট ওয়ারেন্ট অথবা মেমো কোনওটাই দেখাতে পারেনি পুলিস। মোরবি ব্রিজ সংক্রান্ত একটি ঘটনা উল্লেখ করে তাঁকে গ্রেফতার করেছে পুলিস। এরপরেই বৃহস্পতিবার তাঁকে আমেদাবাদ থেকে মোরবি নিয়ে যাওয়া হয়। এই গোটা ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস।


তৃণমূল কংগ্রেসের দাবি রাজনৈতিক উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হচ্ছে গুজরাত প্রশাসনের তরফে। সেখানে বিজেপি সরকার তৈরি হচ্ছে তাই এই ঘটনা ঘটানো হচ্ছে।


আরও পড়ুন: Gujarat Assembly Election Results 2022: গুজরাতে ফের ক্ষমতায় বিজেপি, বামফ্রন্টকে ছুঁয়েও ফাঁক থেকে গেল সাফল্যে


তৃণমূলের আরও দাবি সাংবিধানিক অধিকারের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে এবং বিজেপি সরকার সেই হস্তক্ষেপ করছে। পাঁচ সদস্যের প্রতিনিধি দল শুক্রবার সকালে রাজকোট হয়ে পৌঁছে যাবেন মোরবিতে। সেখানেই এই গোটা ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি কেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটানো হচ্ছে সেই বিষয়ে সাংবাদিক সম্মেলন করবে।


সব মিলিয়ে সাকেত গোখলে ইস্যুতে তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদের রাস্তায় হাঁটতে চলেছে বলে জানা গিয়েছে।   


আরও পড়ুন: Narendra Modi: গুজরাতের জনগণকে 'নতমস্তকে প্রণাম'; 'হিমাচলে উন্নয়নে খামতি থাকবে না', আশ্বাস মোদীর


মোরবিতে ব্রিজ বিপর্যয় নিয়ে ট্যুইট করে বিপাকে পড়েন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে। সোমবার রাতের বিমানে দিল্লি থেকে রাজস্থানের জয়পুরে যান তিনি। সাংসদ ডেরেক ও'ব্রায়েন জানিয়েছিলেন, 'রাজস্থানের বিমানবন্দরেই অপেক্ষায় ছিল গুজরাত পুলিস। বিমান থেকে নামতেই গ্রেফতার করা হয় সাকেত গোখলেকে'। দুই দিন পুলিসি হেফাজতে ছিলেন তিনি।


পাশপাশি গুজরাতে যেদিন প্রথমবার গ্রেফতার করা হয় সাকেত গোখলেকে, সেদিনই কলকাতায় অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে সমন জারি করে পুলিস।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)