ওয়েব ডেস্ক: আমেরিকায় কর্মরত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের পাশে দাঁড়াল তৃণমূল। আজ সংসদ ভবনে, গান্ধী মূর্তির সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। ট্রাম্পের অভিবাসন নীতির কারণে সমস্যায় পড়েছেন আমেরিকায় কর্মরত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা। তৃণমূলের দাবি, এব্যাপারে হস্তক্ষেপ করে তাদের চাকরি সুরক্ষিত করুক কেন্দ্র। এনিয়ে আলোচনার জন্য আজ  রাজ্যসভায় নোটিস দেবে  তৃণমূল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সুপ্রিম কোর্টে জামিন পেলেন সারদা-কাণ্ডে অভিযুক্ত মনোরঞ্জনা সিং


অন্যদিকে, সংসদ ভবনের বাইরে কংগ্রেসের বিক্ষোভ। রাহুল গান্ধীর নেতৃত্বে আজ সংসদ চত্বরে বিক্ষোভ দেখান কেরালার কংগ্রেস সাংসদরা। কেন্দ্রের বিরুদ্ধে সাংসদ ই আহমেদের মৃত্যুর সময় পিছিয়ে দেওয়ার অভিযোগ তোলেন তাঁরা। এর আগে ই আহমেদের  মৃত্যুর কারণে বাজেট পেশের দিন পিছিয়ে দেওয়ারও দাবি তোলা হয় কংগ্রেসের পক্ষ থেকে।  আজ এনিয়ে লোকসভায় মুলতুবি প্রস্তাব আনতে চলেছেন কংগ্রেস সাংসদ K C বেনুগোপাল ও সোশ্যালিস্ট পার্টির N K প্রেমচন্দ্রন।


আরও পড়ুন  কাকভোরে পুলিস-দুষ্কৃতী গুলির লড়াই হিন্দি সিনেমাকেও হার মানাল