TMC: বিজেপিকে ভিটেছাড়া করুন, ফুটবল খেলে ত্রিপুরায় `খেলা হবে` হুঁশিয়ারি তৃণমূলের
`খেলা হবে` স্লোগান দিয়ে একুশের ভোট ময়দানে নেমেছিল তৃণমূল কংগ্রেস। জেতার পর ওই স্লোগানকে স্মরণীয় করে রাখতে চান মমতা (Mamata Banerjee)। সেজন্য ১৬ অগাস্ট `খেলা হবে দিবস` (Khela Hobe Divas) পালনের ডাক দিয়েছেন।
নিজস্ব প্রতিবেদন: বাংলার পর এবার ত্রিপুরাতেও 'খেলা হবে' (Khela Hobe)। শনিবার আগরতলার পোলো টাওয়ার্স হোটেলে সাংবাদিক বৈঠকে একথাই জানালেন তৃণমূল সাংসদরা। শুধু তাই নয় বল নিয়ে খেলতেও দেখা গিয়েছে তাঁদের। বল নিয়ে খেলেন প্রখ্যাত ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। কোরাসে স্লোগান ওঠে,'এই মাটিতে খেলা হবে। ত্রিপুরায় খেলা হবে।'
'খেলা হবে' (Khela Hobe) স্লোগান দিয়ে একুশের ভোট ময়দানে নেমেছিল তৃণমূল কংগ্রেস (TMC)। জেতার পর ওই স্লোগানকে স্মরণীয় করে রাখতে চান নেত্রী। সেজন্য ১৬ অগাস্ট 'খেলা হবে দিবস' (Khela Hobe Divas) পালনের ডাক দিয়েছেন। বাংলার পাশাপাশি ত্রিপুরাতেও তা পালিত হবে। শনিবার সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু (Bratya Basu) বলেন,'ত্রিপুরায় খেলা হবে। ২৩-এ খেলা হবে। স্থানীয় নেতৃত্ব সংগঠিত হোন। মমতার বার্তা, দর্শন দিয়ে যাব আমরা। সাম্প্রদায়িক শক্তিকে ভিটেছাড়া করুন।'
আগরতলায় একটি ফুটবল ম্যাচের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। এর পাশাপাশি ৬০টি বিধানসভার প্রতিটি ব্লকে পালিত হবে 'খেলা হবে দিবস' (Khela Hobe Divas)। ৫০টি ক্লাবকে দেওয়া হবে ফুটবল। তৃণমূল সাংসদ শান্তনু সেনের (Santanu Sen) কথায়,'মমতা বন্দ্যোপাধ্যায় একুশের আগে খেলা হবে স্লোগান দিয়েছিলেন। সংসদে গিয়ে দেখেছি বিরোধী দলের সাংসদরাও বলছেন খেলা হবে। অবিজেপি শক্তিগুলির কাছে ব্র্যান্ড স্লোগান হয়ে গিয়েছে। ত্রিপুরার ৬০টি বিধানসভার প্রতিটি ব্লকে খেলা হবে দিবসের অনুষ্ঠান হবে।'
সাংবাদিক বৈঠক শেষে বল নিয়ে তৃণমূল সাংসদরা স্লোগান দেন,'এই মাটিতে খেলা হবে। ত্রিপুরায় খেলা হবে।' ফুটবল নিয়ে কেরামতি দেখান তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'এই তো সবে শুরু হল। আমরা সকলেই প্লেয়ার। এখনই আমরা ২০০০ গোলে এগিয়ে গিয়েছি। ২০২৩ সালে দেখিয়ে দেব। তৃণমূলের মুখ্যমন্ত্রী হবে ত্রিপুরায়।'
আরও পড়ুন- CPM-TMC জোট ত্রিপুরায়? বিজেপিই মূল শত্রু বুঝিয়ে ইঙ্গিত Yechury-র