নিজস্ব প্রতিবেদন: আগামী ২৫ নভেম্বর ত্রিপুরার আগরতলা কর্পোরেশনে পুরভোট। সেই নির্বাচনে সব কটি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। শাসক বিজেপির (BJP) সঙ্গে জোর টক্করের হুঁশিয়ারি দিয়েছে ঘাসফুল শিবির। এবার নির্বাচতনের ঠিক এক সপ্তাহ আগে পুরভোটের ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস (TMC)।     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রকাশিত ইস্তেহারে আগরতলাবাসীর জন্য ন'টি প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কংগ্রেস। এর নাম দেওয়া হয়েছে 'আগরতলার জন্য নবরত্ন'। নগরোান্নয়ন থেকে শুরু করে ভাল রাস্তা। কর ছাড়, পরিশ্রুত পানীয় জল পরিষেবা, সামাজক উন্নয়ন থেকে শুরু করে নিরাপত্তা। ইস্তেহারে রয়েছে একগুচ্ছ প্রতিশ্রুতি।



এক নজরে তৃণমূলের ইস্তেহার-


১. খানা-খন্দহীন রাস্তা, ফ্রি ওয়াই-ফাই, বায়ো-টয়লেট, বাজার ও পার্কের মানোন্নয়ন, শ্মশানঘাটের উন্নয়ন।


২. রাস্তাঘাটে আলোর সংখ্যাবৃদ্ধি, শহরে ১০০ শতাংশ সিসি ক্য়ামেরা, দিন-রাতের টহলদারি ভ্যান, নারী সুরক্ষা বৃদ্ধি। শহরে মহিলাচালিত ২৫০টি পিঙ্ক অটো বা ট্যাক্সি চালু করা। 


৩. আগরতলার নিকাশি ব্যবস্থা সংস্কার, বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা আধুনিক করা।


৪. কলকাতা কর্পোরেশেনর 'Talk To Mayor'-এর ধাঁচে 'হ্যালো মেয়র' কর্মসূচি। যেখানে মেয়র সরাসরি কথা বলবেন নাগরিকদের সঙ্গে। শুনবেন তাঁদের সমস্যার কথা। এছাড়া প্রতি পাঁচটি ওয়ার্ডে একটি করে নাগরিক সুরক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা।


৫. শহরের স্বাস্থ্যকেন্দ্রের মানোন্নয়ন। ডেঙ্গু ও ম্যালেরিয়া রোধ।


৬. জল কর বাদ দেওয়া, সম্পত্তি কর কমানো।


৭. সকলের ঘরে পরিশ্রুত জল পৌঁছে দেওয়া এবং ওয়াটার ATM শুরু করা।


৮. হকার ও দরিদ্র এলাকাগুলোর উন্নয়ন।


৯. পুরকর্মীদের উন্নয়ন।


আরও পড়ুন: Indian Railways: যাত্রীদের জন্য সুখবর! একধাক্কায় কমতে পারে ১৭০০ ট্রেনের ভাড়া


আরও পড়ুন: Punjab: দফতর থেকে ফেরার পথে গরু উদ্ধারে নেমে পড়লেন খোদ মুখ্যমন্ত্রী, ভাইরাল ভিডিয়ো


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)