HAMMER Missile: মুহূর্তে গুঁড়িয়ে যাবে পাহাড়ি বাঙ্কার, তেজস-এ জুড়ে দেওয়া হচ্ছে হ্যামার মিসাইল

Nov 16, 2021, 15:11 PM IST
1/5

আরও শক্তিশালী হচ্ছে বায়ুসেনার তেজস ফাইটার জেট। এবার এর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে ফ্রান্সে তৈরি হ্যামার মিসাইল।

2/5

ভারতে তৈরি এই ফাইটার জেটের সঙ্গে হ্যামার যোগ হলে লাদাখের মতো জায়গায় ভারতের ক্ষমতা একধাপে বেড়ে যাবে অনেকটাই। কারণ হ্যামার মিসাইল লাদাখের মতো পাহাড়ি এলাকায় বাঙ্কার ধ্বংসে অত্যন্ত কার্যকরী।   

3/5

হ্যামার কেনার ব্যাপারে ইতিমধ্যেই ফ্রান্সকে অর্ডার দিয়েছে বায়ুসেনা। ৭০ কিলোমিটার দূর থেকে নিখুঁত নিশানায় আঘাত হানতে পারে এই মিসাইল।

4/5

মাঝারি পাল্লার আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই মিসাইলটি তাদের বায়ু ও নৌসেনার জন্য তৈরি করেছিল ফ্রান্স। ফরাসি বিশেষজ্ঞদের দাবি, পার্বত্য এলাকায় যে কোনও বাঙ্কার ধ্বংস করতে সক্ষম এই মিসাইল।

5/5

তেজসে এই মিসাইলটি জুড়ে দেওয়া হলে তা পাকিস্তান ও চিনের JF-17 জেটের সঙ্গে খুব সহজেই পাল্লা দিতে পারবে।