নিজস্ব প্রতিবেদন: ঘুষ নিতে গিয়ে হাতেহাতে ধরা পড়ে গেলেন মহিলা পুলিস কনস্টেবল। প্রমাণ লোপাটে চিবিয়ে খাওয়ার চেষ্টা করলেন ঘুষের টাকা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কোলাপুরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোলাপুরের চাঁদগড় থানায় পাসপোর্টের জন্য শংসাপত্র নিতে গিয়েছিলেন এক যুবক। তখনই তাঁর কাছ থেকে ঘুষ চান মহিলা পুলিস কনস্টেবল দীপালি খাডকে।তবে ঘুষ দিতে অস্বীকার করেন ওই যুবক। পরে দুর্নীতিদমন শাখায় যোগাযোগ করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দীপালিকে হাতেনাতে ধরতে জাল পাতে এসিবি। ধরা পড়ে টাকা মুখে পুরে চেবানোর চেষ্টা শুরু করেন পুলিস কনস্টেবল।


আরও পড়ুন- দাভোসে নীরব মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী কোনও কথা হয়নি, জানাল বিদেশমন্ত্রক 


এক পুলিস কর্তা জানিয়েছেন, ওই মহিলার আচরণে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। তবে ওই কনস্টেবলের মুখ থেকে দ্রুত টাকা উদ্ধার করেন তাঁরা। অর্ধেক চিবানো সেই টাকাই প্রমাণ হিসেবে দেখিয়েছে এসিবি। 


আরও পড়ুন- জোর করে ওরাল সেক্স করেন স্বামী, পর্ন সাইটে নিষেধাজ্ঞার দাবিতে সুপ্রিম কোর্টে গৃহবধূ