ওয়েব ডেস্ক: এক রাতের বৃষ্টিতেই বিষাক্ত বেঙ্গালুরু। ভার্থুর লেক উপচে পড়ছে বিষাক্ত ফেনা। যা উড়ে বেড়াচ্ছে পথঘাটে। আরও কয়েকটি লেকে ফেনার ভ্রুকুটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দৃশ্যটি দৃষ্টিনন্দন। সন্দেহ নেই। যেন রূপকথার রাজ্য। সেই ঘোর কাটলেই ঘোর বাস্তব। এই ফেনা রূপকথা নয়, সাক্ষাত্‍ মৃত্যুর প্রতিনিধি। জঞ্জালের স্তূপে বোঝাই লেকগুলি। তাতে প্রাক বর্ষার বৃষ্টি তৈরি করেছে বিষ ফেনা। সেই ফেনাই উপচে পড়ছে। উড়ে বেড়াচ্ছে।


হোয়াইট ফিল্ডের কাছে ভার্থুর লেক থেকে উপচে পড়ছে ফেনা। একই ছবি দেখা গেছে বেলান্দুর লেকে। শহরের দক্ষিণপ্রান্ত, উত্তারাহাল্লির সুব্রহ্মণ্যাপুরা লেকেও ফেনার ভ্রুকুটি।


একদশক আগেও এমনটা ছিল না। মনোরম নাতিশীতোষ্ণ আবহাওয়া। সবুজে সাজানো অসাধারণ শহর। গার্ডেন সিটি বেঙ্গালুরুকে ভাল বেসেছিলেন রাজীব গান্ধী। নাম দেন এয়ার কন্ডিশনড সিটি। নগরায়ন আর জনসংখ্যার চাপে সেই বেঙ্গালুরুতেই এখন দুর্বিষহ পরিস্থিতি। বিষাক্ত পরিবেশে বেঁচে রয়েছেন সিলিকন ভ্যালির বাসিন্দারা। ফের একবার তা প্রমাণ করল লেকবৃত্তান্ত।


ফল নাকি ফলের রস, কোনটা বেশি উপকারী?


কীভাবে ভয়ঙ্কর জিকার হাত থেকে নিজেকে বাঁচাবেন? জেনে নিন