ওয়েব ডেস্ক : ব্যস্ত হাইওয়ে। ফুল স্পিডে সাঁ সাঁ করে গাড়ি ছুটছে। সেই রাস্তায় হঠাত্ 'ট্রাফিক জ্যাম'। দাঁড়িয়ে পড়ল গাড়ি। আরে সামনে একী!!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাতের অন্ধকারে রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে সিংহের দল। একটা, দুটো, তিনটে.... মোট ১০টা সিংহ দাঁড়িয়ে রয়েছে রাস্তার উপর। হেলেদুলে রাস্তা পার করছে তারা। কোনওদিকে খেয়াল নেই। রাস্তায় উপস্থিত গাড়িগুলো বা মানুষগুলোর দিকে ভ্রূক্ষেপ করার ইচ্ছেই যেন নেই পশুরাজের। 'বিরল' এই মূহূর্তটি ঘটেছে গুজরাটে পিপাভভ-রাজুলা হাইওয়ের উপর। দেখুন-



আরও পড়ুন, আইসক্রিম ও ফলের রস বেচে মুখ্যমন্ত্রীর ছেলে 'ইনকাম' করল ৭.৫০ লাখ টাকা!