বাম থেকে রাম হতেই ত্রিপুরা বিধানসভায় প্রথমবার `জনগণমন`
ত্রিপুরা বিধানসভার স্পিকার হলেন রেবতিমোহন দাস।
নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরার বিধানসভায় প্রথমবার বাজল জাতীয় সংগীত। বাম বিদায়ের পর শুক্রবারই ছিল বিধানসভার প্রথম অধিবেশন। স্পিকার নির্বাচিত হলেন রেবতিমোহন দাস।
১১টায় শুরু হয় বিধানসভার অধিবেশন। প্রোটেম স্পিকার রতন চক্রবর্তীর তত্ত্বাবধানে চলে স্পিকার নির্বাচন। বেছে নেওয়া হয় রেবতিমোহন দাসকে। এরপরই প্রথমবার বাজানো হয় 'জনগণমন'। উঠে দাঁড়ান সভায় উপস্থিত সকলে।
অধিবেশনের সচিব বামদেব মজুমদার বলেন, ''অন্য রাজ্যের বিধানসভার অধিবেশনে জাতীয় সংগীত বাজানো হয় কিনা, তা বলতে পারব না। ত্রিপুরায় প্রতিদিনই জাতীয় সংগীত বাজানোর চেষ্টা করব।'' সিপিএম নেতা বাদল চৌধুরী বলেন, ''এব্যাপারে বিরোধীদের সঙ্গে আলোচনা করা হয়নি।''
আরও পড়ুন- নীরবের বাড়িতে তল্লাশিতে উদ্ধার ১০ কোটির আংটি, দেড় কোটির ঘড়ি