নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রী হয়েই প্রশাসনে জোর ধাক্কা দিলেন বিপ্লব দেব। মঙ্গলবার ত্রিপুরার গন্ধচেরা এলাকায় রাস্তার বেহাল অবস্থা ও মেরামতির অভাব দেখে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে দুই আমলা সহ ৪ সরকারি কর্মীকে বরখাস্ত করেন বিপ্লব দেব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মঙ্গলবার বিপ্লব দেব হঠাৎই চলে আসেন গন্ধচেরায়। সেখানে রাস্তার বেহাল অবস্থা দেখে প্রবল ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বিডিওকে সামনে দাঁড় করিয়ে রেখে বিপ্লব দেব বলেন, এই রাস্তায় কোনও ভারী ‌যান চালাচল করে না। বাস আসে না, ট্রাক চলে না। তবুও রাস্তার কেন এমন অবস্থা। আমি আসব বলে রাস্তায় ইটের উপরে পিচের প্রলেপ দিয়ে রেখেছে।’


আরও পড়ুন-নূন্যতম ব্যালান্স না রাখার ক্ষেত্রে জরিমানা কমাল স্টেট ব্যাঙ্ক


যে সংস্থা ওই রাস্তা তৈরি করেছে তাকে ব্ল্যাক লিস্ট করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের ‌যেসব আধিকারিক ‌রাস্তার মান ‌যাচাই করে সর্টিফিকেট দিয়েছেন তাদের সাসপেন্ড করার নির্দেশ দেন। তিনি বলেন, ‘আসে সাসপেন্ড কর তার পরে তদন্ত হবে।’


এদিন রাস্তায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী সাসপেন্ড করেন এলাকার বিডিও প্রদীপ দেববর্মা, এসডিপিও ও দুই পঞ্চায়েত সেক্রেটারিকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব সঞ্জীব রাজন। ক্ষমতায় আসার পাঁচদিনের মাথায় মুখ্যমন্ত্রীর ক্ষোভ দেখে তিনি বেশ অস্বস্তিতে পড়ে ‌যান।