নূন্যতম ব্যালান্স না রাখার ক্ষেত্রে জরিমানা কমাল স্টেট ব্যাঙ্ক

টানা ৬ বছর পর গত বছর ১ এপ্রিল থেকে মাসিক নূন্যতম ব্যালান্সের বর্তমান নিয়ম লাগু করে স্টেট ব্যাঙ্ক

Updated By: Mar 13, 2018, 02:18 PM IST
নূন্যতম ব্যালান্স না রাখার ক্ষেত্রে জরিমানা কমাল স্টেট ব্যাঙ্ক

নিজস্ব প্রতিবেদন: স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য সুখবর। নূন্যতম ব্যালান্স না রাখার জন্য গ্রাহকদের কাছ থেকে ‌যে চার্জ নেওয়া হতো তা বেশ খানিকটা কমিয়ে দিল এসবিআই।

মঙ্গলবার স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, নূন্যতম ব্যালান্সের ৭৫ শতাংশ না রাখতে পারলে এতদিন প্রতিমাসে ৫০ টাকা অতিরিক্ত চার্জ ধরা হত। সঙ্গে ‌যোগ হত জিএসটি। এবার তা কমে হল মাসিক ১৫ টাকা, সঙ্গে ‌যোগ হবে জিএসটি।

শহরতলি ও গ্রামীণ এলাকার ক্ষেত্রে এই চার্জ মাসিক ৪০ টাকা থেকে কমিয়ে করা হল ‌যথাক্রমে মাসিক ১২ টাকা ও ১০ টাকা। এর সঙ্গে ‌যোগ হবে জিএসটি। নতুন এই নির্দেশিকা চালু হবে ১ এপ্রিল থেকে।

আরও পড়ুন-বউমাকে অন্য পুরুষের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে বাধ্য করতেন শাশুড়ি, এরপর...

উল্লেখ্য, বর্তমানে স্টেট ব্যাঙ্কের বড় শহরের গ্রাহকদের ৩০০০ হাজার, শহরতলির গ্রাহকদের ২০০০ ও গ্রামীণ এলাকায় গ্রাহকদের ১০০০ টাকা নূন্যতম ব্যালান্স রাখতে হয়। টানা ৬ বছর পর গত বছর ১ এপ্রিল থেকে মাসিক নূন্যতম ব্যালান্সের বর্তমান নিয়ম লাগু করে স্টেট ব্যাঙ্ক। ওই নিয়ম চালু করার পর ২০১৭ সালের এপ্রিল থেকে নভেম্বর প‌র্যন্ত গ্রাহকদের কাছে থেকে ১,৭৭১.৬৭ কোটি দাবি করে এসবিআই।

.