নিজস্ব প্রতিবেদন: টানা ১৩ দিন ধরে নিখোঁজ ২ সেনা জওয়ান। ওই ২ জওয়ান মেতায়েন ছিলেন অরুণাচলে ভারত-চিন সীমান্তে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিখোঁজ ওই দুই জওয়ানের নামে প্রকাশ সিং রানা ও হরেন্দ্র নেগি। গত ২৯ মে থেকে তাঁদের কোনও খবর নেই। দুজনই থাকলা পোস্টে কর্মরত ছিলেন। রুদ্রপ্রয়াগের বাসিন্দা রানা কর্মরত ছিলেন সপ্তম গাড়োয়াল রাইফেলসে। 


রানার বাড়িতে তাঁর নিখোঁজ হওয়ার খবর দিয়েছে সেনাবাহিনী। তাঁর বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী মমতা ও ১০ বছরের ছেলে অঞ্জু ও ৭ বছরের মেয়ে অনামিকা।


শুক্রবার রানার পরিবারের সঙ্গে সাক্ষাত করেন সাহসপুরের বিজেপি বিধায়ক সহদেব সিং। সংবাদমাধ্যমে তিনি বলেন, রানার নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি এব্যাপারে সাহায্যের আশ্বাস দিয়েছেন।


আরও পড়ুন-Asia Cup: এশিয়া কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নাটকীয় জয় ভারতের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)