ওয়েব ডেস্ক: আজ থেকে দিল্লিতে শুরু ২ দিনের জাতীয় কর্মসমিতির বৈঠক। মূলত আলোচনার কেন্দ্রে থাকছে ২ টি বিষয়। প্রথমটি অবশ্যই ৫ রাজ্যের বিধানসভা ভোট। দ্বিতীয়, নোট বাতিল ইস্যু। বিজেপি সূত্রে খবর, এই বৈঠকের অনেকটা জুড়েই থাকবে উত্তরপ্রদেশের নির্বাচন কৌশল। নোট বাতিল পরবর্তী পরিস্থিতিতে নির্বাচনের গুরুত্ব আরও বেড়েছে। মোদীর সাহসী পদক্ষেপকে কীভাবে ভোটারদের সামনে তুলে ধরা হবে, তার দিক নির্দেশ দেওয়া হতে পারে এই বৈঠক থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন রাজ্যে উন্নয়নমূলক কাজের গতিপ্রকৃতি বুঝতে আজ টাউন হলে প্রশানিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী


এর পাশাপাশি বিভিন্ন রাজ্য নেতৃত্ব বৈঠকে রিপোর্ট পেশ করবে। মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি অফিসে হামলা ও কর্মীদের মারধর করার প্রসঙ্গ তুলে ধরে পারেন এরাজ্যের নেতারা।


আরও পড়ুন  নোট বাতিল নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি!