ওয়েব ডেস্ক : হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল পাইলট সহ ২ জনের। আহত আরও ২ জন। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কাছে গোরেগাঁওতে। দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- আবারও ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরপূর্ব ভারতের বিশাল এলাকা!


আজ দুপুর সোয়া বারোটা নাগাদ গোরেগাঁওয়ের অ্যারে কলোনি থেকে যাত্রীবাহী হেলিকপ্টারটি টেক-অফ করার পরই ভেঙে পড়ে। জানা গেছে, 'রবিসন আর-৪৪' নামে হেলিকপ্টারটি আগে বায়ুসেনার পবনহন্স হেলিকপ্টারের সঙ্গেই ব্যাবহার করা হত। ১৯৯২ সালে র তৈরি এই হেলিকপ্টারগুলি বর্তমানে পর্যটনের জন্য একটি বেসরকারি সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছে। সেগুলিরই একটি আজকের এই দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি। দুর্ঘটনার পরই আগুন লেগে যায় হেলিকপ্টারটিতে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্বে আনে।