Jammu and Kashmir: ব্যাঙ্ক ম্যানেজারের হত্যাকারী সহ দুই লস্কর-ই- তৈবা সন্ত্রাসবাদী নিহত সোপিয়ানের এনকাউন্টারে
কাশ্মীর জোনের পুলিসের ইন্সপেক্টর-জেনারেল বিজয় কুমার বলেছেন যে নিহত সন্ত্রাসবাদীদের মধ্যে একজনের নাম জান মোহাম্মদ লোন। জান মহম্মদের বিরুদ্ধে সম্প্রতি কুলগাম জেলায় একজন ব্যাঙ্ক ম্যানেজারের হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
নিজস্ব প্রতিবেদনঃ পুলিস জানিয়েছে, বুধবার জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই লস্কর-ই-তৈবা জঙ্গি নিহত হয়েছে। কর্মীরা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করার পরে সোপিয়ানের কাঞ্জিউলারে ওই জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয় বলে জানানো হয়েছে।
কাশ্মীর জোনের পুলিসের ইন্সপেক্টর-জেনারেল বিজয় কুমার বলেছেন যে নিহত সন্ত্রাসবাদীদের মধ্যে একজনের নাম জান মোহাম্মদ লোন। জান মহম্মদের বিরুদ্ধে সম্প্রতি কুলগাম জেলায় একজন ব্যাঙ্ক ম্যানেজারের হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিস টুইটে লিখেছে, "নিহত সন্ত্রাসবাদীদের মধ্যে একজনকে শোপিয়ানের জান মোহম্মদ লোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। অন্যান্য সন্ত্রাসবাদী অপরাধের পাশাপাশি, তিনি কুলগাম জেলায় ২/৬/২২ তারিখে ব্যাঙ্ক ম্যানেজার বিজয় কুমারের হত্যার সঙ্গে জড়িত ছিলেন।"
আরও পড়ুনঃ Rahul Gandhi: দ্বিতীয় দিনেও রাহুল গান্ধীকে ৮ ঘণ্টা জেরা ইডির অফিসে, ফের তলব বুধবার
মঙ্গলবারও, শ্রীনগরে এলইটি-র সঙ্গে যুক্ত দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এই ঘটনায় একজন পুলিশকর্মীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিসের মতে এই সন্ত্রাসবাদীদের পাকিস্তানি হ্যান্ডলাররা পাঠিয়েছিলেন। সঙ্গে ছিল একজন স্থানীয় সন্ত্রাসবাদী যিনি ২০১৮ সাল থেকে পাকিস্তানে বসবাস করছিলেন।