Rahul Gandhi: দ্বিতীয় দিনেও রাহুল গান্ধীকে ৮ ঘণ্টা জেরা ইডির অফিসে, ফের তলব বুধবার
প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে প্রাক্তন কংগ্রেস প্রধান বিকেলে প্রায় এক ঘণ্টা বিরতি নিয়ে বাড়ি যান। এরপর তিনি আবার জিজ্ঞাসাবাদের জন্য ফিরে আসেন এবং রাত ৯টা পর্যন্ত ইডি অফিসে ছিলেন বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদনঃ মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলার তদন্তে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। এই নিয়ে টানা দ্বিতীয় দিন তাঁকে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার রাহুল গান্ধীকে আবার তলব করা হয়েছে জেরার জন্য।
রাহুল গান্ধীকে একদিন আগে সোমবার ১০ ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার দিল্লির এপিজে আবদুল কালাম রোডে ইডি সদর দফতরে রাহুল গান্ধীর সঙ্গে আসেন তাঁর বোন এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। সকাল ১১.৩০টায় তাঁর জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি।
প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে প্রাক্তন কংগ্রেস প্রধান বিকেলে প্রায় এক ঘণ্টা বিরতি নিয়ে বাড়ি যান। এরপর তিনি আবার জিজ্ঞাসাবাদের জন্য ফিরে আসেন এবং রাত ৯টা পর্যন্ত ইডি অফিসে ছিলেন বলে জানা গেছে।
সোমবার, রাহুল গান্ধী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিস থেকে প্রায় রাত ১১.১০ টায় বেরিয়ে আসেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন (PMLA) এর অধীনে তার বিবৃতি রেকর্ড করার হয় সেখানে।
মঙ্গলবার, কংগ্রেস সদর দফতরে একটি "ধর্নায়" দলের সিনিয়র নেতাদের সঙ্গে যোগ দেন রাহুল গান্ধী। সেখানে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোত এবং তার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সহ দলের সাংসদরা উপস্থিত ছিলেন।
भाजपाई हुकूमत के विरुद्ध प्रत्येक कार्यकर्ता आवाज बुलंद कर रहा है।
ये जोश है, ये जज्बा है, ये ललकार है- राहुल गांधी जी के साथ और भाजपा की तानाशाही के विरुद्ध।#राहुल_का_सत्याग्रह pic.twitter.com/exkHMWvhHS
— Congress (@INCIndia) June 14, 2022
২৪, আকবর রোড এবং কেন্দ্রীয় দিল্লির আশেপাশে পার্টির সদর দফতরের বাইরে থেকে কয়েকশো কংগ্রেস নেতা এবং সমর্থককে আবার আটক করা হয়ে। টানা দ্বিতীয় দিন তারা ইডির পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন।