Meerut Dog Murder: চিৎকারে অতিষ্ঠ হয়ে ৫ কুকুরছানাকেই পুড়িয়ে মারল দুই মহিলা...
Meerut Dog Murder: এসএসপি ভিপিন টাডাকে জানানো হয়। তিনি সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দেন। যদিও পরবর্তীকালে ওই সংস্থার চাপেই একটি এফআইআর দায়ের করে পুলিস। এসএসপি টাডা জানান, `ভারতীয় ন্যায় সংহিতার ৩২৫ নম্বর ধারায় এফআইআর রজু করা হয়েছ।` কিন্তু এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাড়হিম করা কাণ্ড! নৃশংস বললেও হবে কম। জীবন্ত অবস্থায় পুড়িয়ে মেরে ফেলা হল পাঁচটি জীবনকে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মেরট জেলাতে। পুলিস সূত্রে জানা যায়, পথকুকুরদের ডাকে রাতে ঘুমোতে অসুবিধা হচ্ছিল। শুধুমাত্র সেই কারণ বসত তিনদিনের সদ্যোজাত কুকুরকে পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ উঠল দুই মহিলার বিরুদ্ধে।
আরও পড়ুন: Mumbai: বিরক্ত বাবা খুন করে ফেলল আড়াই বছরের ফুটফুটে মেয়েকে! কারণ জানলে আঁতকে উঠবেন...
বৃহস্পতিবার সকালে গোটা ঘটনাটির আলোকপাত হয়। স্থানীয়দের অভিযোগ, এলাকার দুই মহিলা মিলে এই কাজ করেছেন। ঘটনাচক্রে তাদের মধ্যে একজন ভারতীয় সেনার স্ত্রী এবং অন্যজন সিআইএসএফ সেনার স্ত্রী। ঘটনাটি ঘটেছে মেরটের কঙ্করখেরা থানার অন্তর্গত শান্তানগর কলোনিতে। শুক্রবার ওই দুই মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তবে প্রথমে কোন মামলা দায়ের করতে চায়নি পুলিস। কিন্তু পরে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যানিমাল কেয়ার সোসাইটি সমস্ত ঘটনাটি বর্ণনা করে পুলিসের কাছে। অ্যানিমাল কেয়ার সোসাইটির সেক্রেটারি অংশুমালি বশিষ্ঠ তিনি জানান, 'শোভা এবং আর্তি এই দুই মহিলা জড়িয়ে ওই সদ্যোজাত পথকুকুরদের মেরে ফেলার পেছনে। রাতে ওদের আওয়াজে বিরক্ত হত তাই এমন কাজ করেছে।'
আরও পড়ুন: KALI: ভারতের হাতে রয়েছে ভয়ংকর অস্ত্র 'কালী', ভয় করে চিন-পাকিস্তান
একই সঙ্গে তিনি আরও জানান, 'মাত্র তিন দিন বয়সী বাচ্চা কুকুরগুলির উপর পেট্রোল ডেলে জ্বালিয়ে দিয়েছে। ওদের কারোর চোখ পর্যন্ত ঠিক মতন ফোটেনি।' ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই চেপে ধরা হয় ওই মহিলাকে। যদিও অভিযোগ পুলিসে খবর দেওয়া হলেও প্রাথমিকভাবে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এরপরেই গোটা ঘটনাটি এসএসপি ভিপিন টাডাকে জানানো হয়। তিনি সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দেন। যদিও পরবর্তীকালে ওই সংস্থার চাপেই একটি এফআইআর দায়ের করে পুলিস। এসএসপি টাডা জানান, 'ভারতীয় ন্যায় সংহিতার ৩২৫ নম্বর ধারায় এফআইআর রজু করা হয়েছ।' কিন্তু এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ।