নিজস্ব প্রতিবেদন: সোজা মুখ্যমন্ত্রীর ল্যান্ডলাইনে ফোন। 'মাতশ্রী' বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকি এল ফোনের ওপ্রান্ত থেকে। গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের নাম করে চার-চারটি এমন উড়ো ফোন পেলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রে খবর, দাউদ ইব্রাহিমের নাম করে বান্দ্রার মুখ্যমন্ত্রীর বাসভবনের ল্যান্ডলাইনে ফোন আসে। হুমকি দেওয়া হয়, 'মাতশ্রী' উড়িয়ে দেওয়ার। ওয়াকিবহালের মতে, উদ্ধবের কাছে এ ধরনের ফোন আসা অস্বাভাবিক কিছু নয়। উদ্ধবের ক্ষমতায় আসার পর দাউদের বিরুদ্ধে মুম্বই পুলিস যেভাবে তত্পর হয়েছে, বাণিজ্যনগরীতে বিছিয়ে থাকা ডনের আন্ডারগ্রাউন্ড ব্যবসার বিপুল ক্ষতি হচ্ছে বলে খবর। উল্লেখ্য, এ ধটনার পরই মুখ্যমন্ত্রী বাসভবনে বাড়ানো হয়েছে নিরাপত্তা।  


দাউদ এই মুহূর্তেই পাকিস্তানে আছে বলে সম্প্রতি বিভিন্ন খবর প্রকাশিত হয়। পাকিস্তান প্রথমে স্বীকার করলেও পরে ঢোঁক গেলে। তবে, গোয়েন্দা সূত্রে খবর, ২৬/১১ কায়দায় ডনের সাহায্যে ফের মুম্বই হামলা করতে পারে লস্কর-ই-তইবা। বড়সড় নাশকতার ছক কষছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। আর এর পিছনে দাউদ ইব্রাহিমের প্রত্যক্ষ মদত রয়েছে বলে খবর। 


আরও পড়ুন- ভিডিয়ো: "মদ করোনার ওষুধ", এমন নিদানে 'পুলিস' গ্রেফতার করল পুলিস


তিরানব্বইয়ে মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণে মূল চক্রী দাউদ ইব্রাহিম। এই ঘটনায় ২৫৭ জনের মৃত্যু হয়। জখম হন শতাধিক। তারপর থেকেই পলাতক ডন। দাউদকে 'মোস্ট ওয়ান্টেড' বলে ঘোষণা করেছে ভারত। তবে, প্রায় আড়াই দশক পরও ডনকে ধরা কার্যত 'নামুমকিন' হয়ে পড়েছে মুম্বই পুলিসের কাছে।