ভিডিয়ো: "মদ করোনার ওষুধ", এমন নিদানে 'পুলিস' গ্রেফতার করল পুলিস
পঞ্জাব পুলিসের পক্ষে ওই ভিডিয়োটি টুইট করে জানানো হয়েছে যে ভিডিয়োটি অসত্য এবং ওই ব্যক্তি পঞ্জাব পুলিসের অংশ নয়।
নিজস্ব প্রতিবেদন: পঞ্জাব পুলিস সেজে করোনা রোখার জন্য মদ খাওয়ার পরামর্শ দিয়ে ভিডিয়ো বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন লুধিয়ানার এক ব্যক্তি। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। তারপর যা হওয়ার তাই, আপাতত শ্রীঘরে স্থান হয়েছে ওই নকল পুলিসের।
পঞ্জাব পুলিসের পক্ষে ওই ভিডিয়োটি টুইট করে জানানো হয়েছে যে ভিডিয়োটি অসত্য এবং ওই ব্যক্তি পঞ্জাব পুলিসের অংশ নয়। পুলিস সূত্রে জানানো হয়েছে ওই ব্যক্তি আসলে একজন কমেডিয়ান। পুলিসি জেরায় সে জানিয়েছে ভিডিয়োর মাধ্যমে পুলিসের চরিত্র খারাপ করার কোনও অভিসন্ধি ছিল না। কিন্তু কুলবন্ত সিং ডিলন নামে ওই ব্যক্তিকে পঞ্জাব পুলিসের নাম করে ভুয়ো তথ্য ছড়ানোর দায়ে গ্রেফতার করা হয়েছে।
A video was circulated in which a person wearing a uniform of Punjab Police was spreading rumors that corona can be cured by drinking whiskey
He is Kulwant Singh Dhillon. He has been arrested for spreading rumors and misrepresenting the Punjab police uniform#FakeDiKhairNahi pic.twitter.com/imnmJGJ6M9
— Punjab Police India (@PunjabPoliceInd) September 5, 2020
ভিডিয়োটি ভাইরাল হয়ে যাওয়ার পরই তদন্তে নামে পঞ্জাব পুলিস। সেখান থেকেই এই ঘটনার পর্দাফাঁস হয়। ওই ব্যক্তির নামে ইতিমধ্যেই মামলা দায়ের করেছে পুলিস। ভাইরাল হওয়া ভিডিয়োতে মদকে শুধু করোনার ওষুধ বলেই থেমে থাকেনি ওই ব্যক্তি। পকেট থেকে বোতল বার করে গ্লাসে ঢেলেও মহড়া দিয়েছিল।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর পর এবার করোনা আক্রান্ত হরিয়ানার একমাত্র বিরোধী সাংসদ