নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামার সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার প্রতিবাদে ভারতের পাশে দাঁড়িয়েছে বিশ্বের প্রায় সব দেশ। এবার বার্তা এল রাষ্ট্রসঙ্ঘের তরফ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সাতসকালে মৃদু কম্পে কাঁপল দিল্লি


তাদের মানবাধিকার বিভাগের প্রধান মিশেল ব্যাচলেট ওই হামলার সমালোচনা করলেন। এই ঘটনার সুবিচার হওয়া উচিত বলেই তিনি মনে করেন। সোমবার পুলওয়ামার এনকাউন্টেরর ঘটনায় ভারতের জওয়ানদের শহিদ হওয়ার ঘটনাতেও তিনি শোকপ্রকাশ করেছেন।


প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ হয়। সেই হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন। আহত হন অনেকে।


আরও পড়ুন: ভিডিয়ো: প্রোটোকল ভেঙে বিমানবন্দরে উষ্ণ আলিঙ্গনে সৌদির যুবরাজকে অভ্যর্থনা মোদীর


এর পাল্টা সোমবার সেনা অভিযান হয় পুলওয়ামায়। এনকাউন্টারে তিন জঙ্গি নিহত হয়। শহিদ হন চার সৈনিক। তার পর সেনার তরফে জানানো হয় পুলওয়ামার হামলার সঙ্গে জড়িতদের নিকেশ করে দেওয়া হয়েছে।


আর এই পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন চরমে উঠেছে। মঙ্গলবার সেনার তরফে এই হামলায় সরাসরি পাকিস্তানকে দায়ী করা হয়েছে। ভারত সরকারও পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে একের পর এক কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে।


আরও পড়ুন: নভজ্যোত সিং সিধু আপনার বন্ধু ইমরান খানকে বোঝান, খোঁচা দিগ্বিজয়ের


মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি ভারতকে আলোচনার টেবিলে ডেকেছেন। প্রমাণ দিলে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ভারতের তরফ থেকে আক্রমণ হলে পালটা জবাব দেওয়ার কথাও বলেছেন ইমরান।


এই পরিস্থিতি দ্রুত ঠান্ডা হোক এমনটাই চাইছেন মিশেল। তাঁর মুখপাত্র জানিয়েছেন, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে এই টানাপোড়েন কাঙ্ক্ষিত নয় বলেই মত মিশেলের।


আরও পড়ুন: ইমরানের 'নতুন পাকিস্তান'-এর ফানুস ফুটো করল ভারতের বিদেশমন্ত্রক


একই সঙ্গে ভারতের মধ্যে পুলওয়ামা পরবর্তী পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মিশেল।