নিজস্ব প্রতিবেদন: উন্নাও ধর্ষণকাণ্ডের তদন্তে কিছুটা চাপেই পড়ে গেল সিবিআই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নির্যাতিতার ‘দু্র্ঘটনা’-র তদন্ত শেষ করতে হবে আগামী ৭ দিনের মধ্যেই। বৃহস্পতিবার মামলার শুনানিতে এমনটাই নির্দেশ দিল শীর্ষ আদালত। একইসঙ্গে ওই ঘটনার ৫টি মামলা দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়ারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।



আরও পড়ুন-আয়কর রিটার্ন ফাইল করতে গিয়ে তাজ্জব কাকলি ঘোষ দস্তিদার!


উন্নাও ধর্ষণকাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার। কিন্তু জেলে থেকেই তিনি মামলায় অভিযাগকারীদের খুনের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কারণ গত ২৮ ফেব্রুয়ারি নির্যাতিতা, তার আইনজীবী, ২ কাকীমা ও মা পিলভিটে একটি ট্রাক দুর্ঘটনা শিকার হন। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নির্যাতিতার কাকীমার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নির্যাতিতা ও তার আইনজীবী। তার পরেই তত্পর হয়ে ওঠে সুপ্রিম কোর্ট।


আরও পড়ুন-রাতারাতি বেঁচে উঠলেন ‘মৃত’ সাক্ষী, চপার দুর্নীতি মামলায় হাজিরাও দেবেন তিনি


বৃহস্পতিবার শুনানি শুরুর পরই বিচারপতিরা সলিসিটার জেনারেল তুষার মেহতাকে প্রশ্ন করেন, উন্নাও মামলার তদন্তে কতদিন সময় নেবেন? মেহতা বলেন ১ মাস সময় লাগবে। প্রধান বিচারপতি বলেন ১ মাস নয়, তদন্ত শেষ করতে হবে ৭ দিনের মধ্যে।


প্রধান বিচারপতি এদিন প্রশ্ন করেন, উন্নাওয়ের নির্যাতিতা কেমন আছেন? ওকে বিমানে এনে দিল্লি এইমসে চিকিত্সা করানো যেতে পারে।