সংবাদ সংস্থা : মুম্বই বন্দর থেকে গ্রেফতার করা হল এক সন্দেহভাজন আইসিস জঙ্গিকে। আবু জায়েদ নামে ওই সন্দেহভাজন আইসিস জঙ্গিকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ সন্ত্রাস দমন শাখা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, দুবাইয়ে আইসিস-এর একটি মডিউলের সঙ্গে যুক্ত ছিল আবু জায়েদ। পশ্চিম উত্তরপ্রদেশের বহু যুবককে জঙ্গিগোষ্ঠীতে যোগদানে উদ্বুদ্ধ করেছিল সে। উত্তরপ্রদেশ পুলিসের হাতে ধৃত বহু সন্দেহভাজন জঙ্গির সঙ্গে যোগাযোগ ছিল জায়েদের। তার গতিবিধির উপর বহুদিন ধরেই নজর রাখছিল পুলিস। অবশেষে রবিবার দুবাই থেকে ফেরা মাত্রই মুম্বই বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়।  


প্রসঙ্গত গত সপ্তাহেই কেরলের কান্নুর থেকে গ্রেফতার করা হয় ৫ সন্দেহভাজন জঙ্গিকে। আইসিসে যোগ দিতে সিরিয়া যাচ্ছিল তারা বলে দাবি গোয়েন্দাদের। পাশাপাশি গুজরাট সন্ত্রাস দমন শাখা গ্রেফতার করে আরও দুই সন্দেহভাজন আইসিস জঙ্গিকে।


আরও পড়ুন, উত্তরপ্রদেশে রেল কনট্রাক্টরের হাতে নিগৃহীত জার্মান পর্যটক