ওয়েব ডেস্ক : ফলপ্রকাশ হল UPSC সিভিল সার্ভিস এগজামিনেশন ২০১৬-র। লিখিত ও পার্সোনালিটি টেস্টের উপর ভিত্তি করে মোট ১০৯৯ জন পরীক্ষার্থীকে এবার বিভিন্ন সার্ভিসের জন্য নির্বাচিত করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফলাফলের নিরিখে প্রথম হয়েছেন কর্নাটকের নন্দিনী কুমার। দ্বিতীয় স্থানে রয়েছে আনমোল শের সিং বেদী ও গোপালকৃষ্ণ রোনাঙ্কি। সফল প্রার্থীদের নিয়োগ করা হবে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান পুলিস সার্ভিস ও সেন্ট্রাল সার্ভিসে। সফল পরীক্ষার্থীদের মধ্যে ৫০০ জন জেনারেল, ৩৪৭ জন OBC  এবং ১৬৩ ও ৮৯ জন যথাক্রমে SC ও ST তালিকাভুক্ত।  


আরও পড়ুন, একটা SMS করুন, আর আধার সঙ্গে প্যান জুড়ে নিন