২০১৬ UPSC-র ফলপ্রকাশ, টপ করলেন নন্দিনী কুমার
ফলপ্রকাশ হল UPSC সিভিল সার্ভিস এগজামিনেশন ২০১৬-র। লিখিত ও পার্সোনালিটি টেস্টের উপর ভিত্তি করে মোট ১০৯৯ জন পরীক্ষার্থীকে এবার বিভিন্ন সার্ভিসের জন্য নির্বাচিত করা হয়েছে।
ওয়েব ডেস্ক : ফলপ্রকাশ হল UPSC সিভিল সার্ভিস এগজামিনেশন ২০১৬-র। লিখিত ও পার্সোনালিটি টেস্টের উপর ভিত্তি করে মোট ১০৯৯ জন পরীক্ষার্থীকে এবার বিভিন্ন সার্ভিসের জন্য নির্বাচিত করা হয়েছে।
ফলাফলের নিরিখে প্রথম হয়েছেন কর্নাটকের নন্দিনী কুমার। দ্বিতীয় স্থানে রয়েছে আনমোল শের সিং বেদী ও গোপালকৃষ্ণ রোনাঙ্কি। সফল প্রার্থীদের নিয়োগ করা হবে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান পুলিস সার্ভিস ও সেন্ট্রাল সার্ভিসে। সফল পরীক্ষার্থীদের মধ্যে ৫০০ জন জেনারেল, ৩৪৭ জন OBC এবং ১৬৩ ও ৮৯ জন যথাক্রমে SC ও ST তালিকাভুক্ত।
আরও পড়ুন, একটা SMS করুন, আর আধার সঙ্গে প্যান জুড়ে নিন