নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গ ছাড়া দেশজুড়ে চালু হয়েছে নতুন ট্রাফিক আইন। সেই নিয়ম চালু করার তত্পরতায় বিপত্তি ঘটাল উত্তরপ্রদেশের আলিগড়ের পুলিস। হেলমেট না পারায় জরিমানা করা হল এক চারচাকা গাড়ির চালককে। পরিবহন দফতরের চালান পেয়ে তো তাজ্জব ওই গাড়ি চালক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-গুলিবিদ্ধ দলীয় কর্মীর মৃত্যুতে উত্তাল নানুর, এসপি অফিস-থানা ঘিরে বিক্ষোভ বিজেপির!


সংবাদসংস্থাকে ওই ব্যক্তি জানিয়েছেন, ‘গাড়ির গতি ছিল নিয়ন্ত্রণের মধ্যে, সিটবেল্টও বাঁধা ছিল। তার পরেও হেলমেট না পরার জন্য এসেছে ৫০০ টাকা জারিমানার চালান।’ ওই চালান পড়ে তিনি দেখেন জরিমানা করা হয়েছে হেলমেট না পরার জন্য। ওই চালান পাওয়ার পর থেকে গাড়ি নিয়ে বের হতে থাকেন হেলমেট পরেই।



আরও পড়ুন-নানুরে বিজেপি কর্মী খুনে গ্রেফতার ২, আজ সন্ধ্যায় গ্রামে পৌঁছবে দেহ


কেন ওই জরিমানা?  জানার জন্য পরিবহন দফতরে যান আলিগড়ের ওই ব্যক্তি। ওই চালান দেখে পরিবহন দফতরের কর্মীরাও অবাক। দেখেন যে গাড়ির নম্বর দেওয়া হয়েছে তা একটি চারচাকার। সঙ্গে সঙ্গে নিজেদের ভুল স্বীকার করে নেন কর্মীরা। শেষপর্যন্ত ওই চালান বাতিল করা হয়। বেঙ্গালুরুতেও কয়েক বছরে আগে একই গোলমাল পাকিয়েছিলেন পরিবহন দফতরের কর্মীরা।