নিজস্ব প্রতিবেদন: শেষমেশ সফল উত্ ক্ষেপণ হল চন্দ্রযান-২ রকেট বাহুবলী। সোমবার দুপুর ২:৪৩ মিনিটে চন্দ্রযান-২ কে নিয়ে উড়ে গেল জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভিহেকল। সফল উত্ক্ষেপণে পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ারে ভাসলেন ইসরোর বিজ্ঞানীরা। ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানান ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



টুইটে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানান, "দেশের জন্য আরও এক ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত! চন্দ্রযান-২ এর সফল উৎক্ষেপণ। জয় হিন্দ।"



মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর টুইটে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, "চন্দ্রযান-২ এর সফল উত্ক্ষেপণের মাধ্যমে আরও একটা মাইলস্টোন স্পর্শ হল। ইসরোর গোটা টিমকে অভিনন্দন।"



বিরাট কোহলি, সচিন তেন্ডুলকরের পাশাপাশি ভিভিএস লক্ষ্মণ, চেতেশ্বর পূজারা, শিখর ধাওয়ান, বীরেন্দ্র সেওয়াগরাও চন্দ্রযান-২ এর সফল উত্ক্ষেপণের জন্য ইসরোকে অভিনন্দন জানিয়েছেন।  
 






সোমবার দুপুর ২টো ৪৩ মিনিটে চন্দ্রযান-২-কে নিয়ে উড়ে গেল জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভিহেকল। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের পথে পাড়ি জমাল ভারতের দ্বিতীয় চন্দ্রযান। সেপ্টেম্বরে পৌঁছে যাবে চাঁদের বুকে।


আরও পড়ুন - বিজ্ঞানীদের পরাক্রম ও ১৩০ কোটি দেশবাসীর ইচ্ছাশক্তির প্রকাশ সফল চন্দ্রযান-২-এর উত্ক্ষেপণে: প্রধানমন্ত্রী