ওয়েব ডেস্ক: ট্রেন যাত্রাকে আরও বিলাসবহুল করে তুলতে যাত্রীদের জন্য নতুন কোচ নিয়ে এল সেন্ট্রাল রেলওয়ে। আজ অর্থাত্ ১৮ সেপ্টেম্বর থেকে মুম্বই-গোয়া রুটে জন শতাব্দী এক্সপ্রেসের যাত্রীরা উপভোগ করা শুরু করলেন, কাচের এই দর্শনীয় বিলাসবহুল কোচ ‘ভিস্তাডোম’। কোচগুলো ব্যবহার হবে দাদার থেকে মাদগাঁর মধ্যে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই প্রসঙ্গে সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র জানিয়েছেন যে, যাত্রীদের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে ‘ভিস্তাডোম’-র কোচগুলি। সম্পূর্ণ বাতানুকূল এবং বিলাসবহুল। ভারতীয় রেলওয়েতে এমন কোচ প্রথমবার। জন শতাব্দী এক্সপ্রেস দাদার থেকে ছাড়বে ভোর ৫টা ২৫-এ। আর পৌঁছবে ওইদিনই বিকেল ৪টেয়। ‘ভিস্তাডোম’ কোচের ছাদ কাচের তৈরি, চেয়ারগুলি যেমন খুশি ঘোরানো যায় এবং রয়েছে আরও অনেক বিলাসবহুল সুযোগ সুবিধা। সব থেকে বড় সুবিধা হল, ট্রেনে চেপে যেতে-যেতে দেখা যাবে প্রাকৃতিক সৌন্দর্য। এবার, আপনি ‘ভিস্তাডোম’ কোচের ছবিগুলি দেখে নিন।