বরখাস্ত হলেন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত
ওয়েব ডেস্ক: বরখাস্ত করা হল বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্তকে। এই মর্মে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সুপারিশে আজ অনুমোদন দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এই প্রথম কোনও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বরখাস্ত করার ঘটনা ঘটল। সুশান্ত দত্তগুপ্তের বিরুদ্ধে আর্থিক এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগ ছিল। অভিযোগ, তিনি বিশ্বভারতী থেকে বেতন নেওয়ার পাশাপাশি নিয়ম বহির্ভূতভাবে জেএনইউ থেকে পেনশনও নিচ্ছিলেন। এছাড়াও নিয়ম ভেঙে নিয়োগ করার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। এই মাসের শুরুতেই সুশান্ত দত্তগুপ্তকে বরখাস্ত করার সুপারিশ জানিয়ে রাষ্ট্রপতির কাছে ফাইল পাঠায় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।