জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেসের জাতীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বুধবার পার্টির সাংসদ রাহুল গান্ধীর লোকসভা কক্ষে দাঁড়িয়ে থাকা একটি ছবি শেয়ার করেছেন। এটি সেই সময়ের ছবি যখন দুই ব্যক্তি গ্যাসের ক্যানিস্টার নিয়ে সংসদের ভিতরে ঝাঁপ দিয়েছেন। শ্রীনাতে X (আগের ট্যুইটারে) ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘ভয় পেও না। শুধু কথা নয়, কাজের মাধ্যমেও দেখায়’।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছবিটির ক্যাপশনে আরও বলা হয়েছে, ‘যখন সংসদে বিশৃঙ্খলা হচ্ছিল, তখন নেতা বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলেন’।


 



আরও পড়ুন: Parliament Attack: মহুয়া হলে বিজেপি-র প্রতাপ কেন নয়? বহিষ্কার প্রশ্নে সংসদে সরব তৃণমূল


বুধবার লোকসভায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে যখন দুইজন ব্যক্তি পাবলিক গ্যালারি থেকে সাংসদের বসার জায়গায় ঝাঁপিয়ে পড়ে। তারা ক্যানিস্টার থেকে হলুদ গ্যাস ছেড়ে দেয় এবং স্লোগান দেয়। অবে দ্রুত সংসদ সদস্যদের তাঁদের ধরে ফেলে।


সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নামে এই দুই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। সাগরের জন্য ভিজিটর পাসটি বিজেপি সাংসদ প্রতাপ সিমহার নামে জারি করা হয়েছিল।


আরও পড়ুন: Hemant Soren: তদন্তে অসহযোগিতা, ED এবার গ্রেফতার করতে পারে মুখ্যমন্ত্রীকে!


লোকসভার অভ্যন্তরে এই ঘটনার সময়ে, একজন পুরুষ এবং একজন মহিলা ক্যানিস্টার থেকে রঙিন গ্যাস স্প্রে করেন এবং সংসদ চত্বরের বাইরে স্লোগান দেন। এই দু’জনের নাম অমল ও নীলম।


পার্লামেন্টে নিরাপত্তা লঙ্ঘনের পরে চার অভিযুক্তকে আটক করা হয়েছে, যা দুই দশক আগে সন্ত্রাসী হামলার বার্ষিকীর দিনেই হয়েছিল।


প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চারজনই একে অপরকে চিনতেন, সূত্রের খবর। তারা সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে সংযুক্ত ছিলেন এবং পরিকল্পনাটি তৈরি করেছিলেন।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)