নিজস্ব প্রতিবেদন- কেন্দ্রের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের হোয়াটসঅ্যাপের। কেন্দ্রীয় সরকারের জারি করা নতুন ডিজিটাল বিধির বিরুদ্ধে এই মামলা। হোয়াটসঅ্যাপের দাবি, নতুন এই নিয়মের আওতায় পড়লে গ্রাহকদের গোপনীয়তার সুরক্ষাবলয় ভেঙে যাবে, যা হোয়াটসঅ্যাপ করতে চায় না।কেন্দ্রীয় সরকারের জারি করা নতুন নিয়ম বুধবার থেকে কার্যকর হওয়ার কথা। সবকটা নেটমাধ্যমকে তিন মাসের সময় দিয়েছিল কেন্দ্র। মঙ্গলবারই ছিল তার শেষ দিন। মঙ্গলবারই হোয়াটসঅ্যাপের কনজিউমারদের সুরক্ষার প্রসঙ্গ তুলে দিল্লি হাইকোর্টে মামলা করল সংস্থা। আশ্চর্যের কথা, ফেসবুক মঙ্গলবারই জানিয়ে দিয়েছিল, সরকারের নিয়ম অনুসরণ করার সব প্রক্রিয়া তারা শুরু করে দিয়েছে । অথচ একই মালিকানাধীন হোয়াটসঅ্যাপ নতুন নিয়মের বিরোধিতা করে আইনের সাহায্য নিতে চাইল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কড়া অবস্থান কেন্দ্রের, ভারতে বন্ধ হচ্ছে ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রাম?


হোয়াটসঅ্যাপ তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘ কেন্দ্রের এই নয়া নিয়মে গ্রাহকদের গোপনীয়তার সুরক্ষা ভঙ্গ হবে’। ভারতে হোয়াটসঅ্যাপ গ্রাহক ৪০ কোটি। কী ভাবে তাঁদের গোপনীয়তা রক্ষা করা যায়, তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে লাগাতার আলোচনা চলছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। একই সঙ্গে ভারত সরকারের সঙ্গেও  টানা আলোচনা চালানো হচ্ছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।