নিজস্ব প্রতিবেদন : ফের বিভ্রান্তির শিকার কংগ্রেস সাংসদ শশী থারুর। এবার জয়পুর বিমানবন্দরে পুলিসি জেরার মুখে পড়তে হল তাঁকে। সৌজন্যে এক যাত্রী। যদিও, পরে সমস্যা মিটে যায়।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনার সূত্রপাত বৃহষ্পতিবার রাতে। দিল্লি থেকে বোনের আগমনের জন্য জয়পুর বিমানবন্দরে অপেক্ষা করছিলেন শশী থারুর। জানা গেছে, সেই সময় এক যাত্রী তাঁকে প্রশ্ন করেন, 'কার জন্য অপেক্ষা করছেন আপনি?' শশী থারুর তাঁকে ইংরাজি উত্তর দেন, ''বোনের আগমনের জন্য (My sister)।'' সেই কথা শোনার পরই ওই যাত্রী বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের খবর দেন। বলেন, ''শশী থারুর দিল্লি থেকে পিস্তল আনাচ্ছেন।'' এরপরই হইচই পড়ে যায় সেখানে। নিরাপত্তারক্ষীরা এসে কংগ্রেস সাংসদকে জিজ্ঞাসাবাদ করেন। জানতে পারেন দিল্লি থেকে বোনের আগমনের জন্য অপেক্ষা করছেন তিনি। বোঝা যায় ওই যাত্রীর শোনার ভুলের জন্য এই বিপত্তি। অবশেষে সমস্যা মেটে শশী থারুরের কথায়।


আরও পড়ুন- আজব ইংরাজি বাক্য! টুইট করলেন শশী থারুর


পুলিস জানিয়েছে, ভুল বোঝাবুঝির জন্য সমস্যাটি তৈরি হয়েছিল। আমরা দু'জনের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নিয়েছি। এখন সব স্বাভাবিক।


উল্লেখ্য, গত বছর ৪ ডিসেম্বর মৃত্যু হয় প্রবাদপ্রতিম বলিউড অভিনেতা শশী কাপুরের। একটি সংবাদমাধ্যমের ভুলে রটে যায় 'মৃত্যু হল শশী থারুরের'। এরপরই ঘনঘন তাঁর (শশী থারুরের) দফতরে ও বাড়িতে শ্রদ্ধা জ্ঞাপন করে ফোন আসতে থাকে। কিছুটা বিব্রত হয়ে তিনি নিজেও কয়েকবার ফোন ধরেন। অবশেষে সেই বিভ্রান্তিও মেটান তিনি।