নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর থেকে পাকিস্তান যে ভাবে বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে অসহযোগীতা করে চলেছে, তাতে এই দু’দেশকে পাশাপাশি ‘হাইফেন’ দিয়ে জুড়ে দেওয়ার বিরোধীতা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিন দিনের সফরে জয়শঙ্কর এখন আমেরিকায়। সোমবার মার্কিন স্বরাষ্ট্র সচিব মাইকেল পম্পেওর সঙ্গে ওয়াশিংটন ডিসিতে বৈঠকও করেন তিনি। এ দিনই সাংবাদিকদের মুখোমুখী হয়ে বিদেশমন্ত্রী বলেন, “৫ অগাস্টের পর থেকে যারা জম্মু-কাশ্মীরের উন্নতি সহ্য করতে পারছেন না একটা ‘হাইফেন’ দিয়ে তাদের সঙ্গে ভারতকে জুড়ে দেওয়া ভুল।”


আরও পড়ুন: নরেন্দ্র মোদীর ‘ট্রাম্প সরকার’ মন্তব্যের ব্যাখ্যা দিতে মুখ খুললেন জয়শঙ্কর


সাংবাদিকদের জয়শঙ্কর বলেন, “আপনারা এই বিষয়টিতে শব্দার্থগত ভাবে কথা বলছেন। যাদের অর্থনীতির বহর ভারতের আট ভাগের এক ভাগ, যাদের পরিতিচি ভারতের একেবারে বিপরীত, কী ভাবে সেই পাকিস্তানকে ভারতের সঙ্গে একটা হাইফেন দিয়ে জুড়ে দিচ্ছেন?” তাঁর মতে, যুক্তি দিয়ে দেখতে গেলে ভারত আর পাকিস্তানের তুলনামূলক কোনও আলোচনা হওয়া উচিৎ নয়।