নিজস্ব প্রতিবেদন: রাজ্যের স্বার্থে তেমন হলে তিনি নবান্নে যাবেন। কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যার সঙ্গে। Zee ২৪ ঘণ্টাকে এমনটাই জানালেন নয়া মন্ত্রী জন বার্লা। উন্নয়নের স্বার্থে কেন্দ্র-রাজ্য সমন্বয় রেখে কাজের পক্ষে সওয়াল করলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর নির্বাচিত হন জন বার্লা। বৃহস্পতিবার নিজের দায়িত্ব বুঝে নেন তিনি। এরপর Zee ২৪ ঘণ্টাকে তিনি বলেন, ‘রাজনীতি যখন করার তখন রাজনীতি করব। মুখ্যমন্ত্রী যদি কেন্দ্রের প্রকল্প রাজ্যে কার্যকর করতে চান তবে নিশ্চয়ই তাঁর সঙ্গে দেখা করব। প্রয়োজনে আমি নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ার সঙ্গে কথা বলব।’


আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা নিয়ে কী পদক্ষেপ? ‘আস্তে আস্তে সব বলব’, নিশীথের উত্তরে বাড়ছে জল্পনা


সম্প্রতি উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি তুলে বিতর্কে জড়ান জন বার্লা। তৃণমূল তাঁর বিরুদ্ধে আজও সরব। বার্লাকে মন্ত্রী করে তাঁর বিচ্ছিন্নতাবাদী মন্তব্যে শিলমোহর দিয়েছে কেন্দ্র, এমনটাই অভিযোগ শাসকদলের। যদিও সেই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি নয়া মন্ত্রী। তিনি বলেন, ‘এখন এই বিষয়ে কোনও মন্তব্য করব না। তবে জনগনের দাবি তুলে ধরা আমারদের কর্তব্য। আগামিদিনে কী হবে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে। এখন সকলে মিলে একসঙ্গে কাজ করব।’


আরও পড়ুন: মোদীর ক্যাবিনেটে ১১ জন মহিলা মন্ত্রী, রয়েছেন ৭ নতুন মুখ


জন বার্লার মতোই কেন্দ্র-রাজ্য সমন্বয়ের কথা বলেছেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারও। Zee ২৪ ঘণ্টাকে তিনি বলেন, ‘এমন অনেক বিভাগ রয়েছে যাতে কেন্দ্র টাকা দেয় এবং রাজ্য কাজ করে। সেই কাজে কোনও বাধা এলে, তা সমাধানের রাস্তা খুঁজে বের করব।’ বিভিন্ন ইস্যুতে কেন্দ্র-রাজ্য দ্বৈরথ যখন তুঙ্গে, তখন এ রাজ্য থেকে নির্বাচিত কেন্দ্রীয় মন্ত্রিসভার নয়া দুই সদস্যের সহযোগিতার বার্তা, ইতিবাচক বলেই মনে করছে রাজনৈতিক মহল।