নিজস্ব প্রতিবেদন: তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় মৃত চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) বিপিন রাওয়াত (Bipin Rawat)। প্রয়াত তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ ১১ জন সেনা আধিকারিকও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, কপ্টারটিতে মোট ১৪ জন ছিলেন। তার মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। এই ভয়াবহ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 




জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ Mi-17V5 কপ্টারটির পাইলট ছিলেন উইং কম্যান্ডর পৃথ্বী সিং চৌহান। যিনি ১০৯ হেলিপ্টার ইউনিটের কম্যান্ডিং অফিসার।



তবে এই প্রথম নয় আগেও চপার দুর্ঘটনার মুখে পড়েছিলেন বিপিন রাওয়াত (Gen Bipin Rawat)। ২০১৫-র ফেব্রুয়ারিতে নাগাল্যান্ডের ডিমাপুরেও ভেঙে পড়ে তাঁর কপ্টার 'চিতা'। কয়েক ফুট উপর থেকে ভেঙে পড়ে তাঁর কপ্টার।


আরও পড়ুন: সন্ত্রাস দমনে চূড়ান্ত দক্ষ, দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ; কে এই Bipin Rawat?


আরও পড়ুন: পাকিস্তান নয়, আরেক পড়শি দেশেও সার্জিক্য়াল স্ট্রাইকের 'নায়ক' Bipin Rawat


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App