সন্ত্রাস দমনে চূড়ান্ত দক্ষ, দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ; কে এই Bipin Rawat?
তামিলনাড়ুর কুন্নুরের দুর্ঘটনার কবলে পড়ে বিপিন রাওয়াতের কপ্টার
1/6
দুর্ঘটনার কবলে বিপিন রাওয়াতের কপ্টার

2/6
দুর্ঘটনাগ্রস্থ কপ্টারের যাত্রীতালিকা

3/6
সন্ত্রাসবিরোধী অভিযানে রাওয়াতের দক্ষতা

১৯৫৮-তে উত্তরাখণ্ডের এক সেনা পরিবারে বিপিন রাওয়াতের (Bipin Rawat) জন্ম। ১৯৭৮-এ ভারতীয় সেনার ১১ গোর্খা রাইফেলসের পঞ্চম ব্যাটেলিয়নে তিনি প্রথম যোগদান করেন। ওই ইউনিটেই মোতায়েন ছিলেন তাঁর বাবা। সন্ত্রাসবিরোধী অভিযানে বিশেষ দক্ষতা রয়েছে বিপিন রাওয়াতের (Bipin Rawat)। মেজর হিসেবে জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। কর্নেল হিসেবে ভারতীয় সেনার ১১ গোর্খা রাইফেলসের পঞ্চম ব্যাটেলিয়নের নেতৃত্বও দিয়েছেন তিনি।
4/6
বিপিন রাওয়াতের ৪০ বছরের কর্মজীবন

১৯৭৮-এ ভারতীয় সেনার সেকেন্ড লেফটেন্যান্ট নির্বাচিত হন বিপিন রাওয়াত (Bipin Rawat)। ১৯৮০-তে লেফটেন্য়ান্ট, ১৯৮৪: ক্যাপ্টেন, ১৯৮৯: মেজর, ১৯৯৮: লেফটেন্যান্ট কর্নেল, ২০০৩: কর্নেল, ২০০৯: ব্রিগেডিয়র, ২০১১: মেজর জেনারেল, ২০১৪: লেফটেন্য়ান্ট জেনারেল, ২০১৭-তে ভারতীয় সেনার প্রধান নির্বাচিত হন তিনি। ২০১৯-এ চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) হন বিপিন রাওয়াত (Bipin Rawat)।
5/6
জেনারেল রাওয়াতের পদক তালিকা

6/6
কপ্টার দুর্ঘটনায় মোদী-মমতার দুঃখপ্রকাশ
