নিজস্ব প্রতিবেদন: এবার সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী ১৮ নভেম্বর থেকে। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রক থেকে ওই তারিখ জানিয়ে দেওয়া হয়েছে সংসদের সেক্রেটারিয়েটকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মধ্যমগ্রামে দুর্ঘটনা, কর্মরত নার্সকে পিষে দিল দ্রুত গতিতে আসা লরি


বেশ কয়েকটি বিল উঠতে পারে এই অধিবেশনে। এছাড়াও রয়েছে দুটি গুরুত্বপূর্ণ অর্ডিন্যান্স। এর মধ্যে একটি হল দেশীয় শিল্পসংস্থার ওপরে লাগু হওয়া কর্পোরেট কর কম করা সংক্রান্ত একটি অর্ডিন্যান্স। অন্যটি হল ই-সিগারেট নিষিদ্ধ ও উত্পাদন বন্ধ করা সংক্রান্ত বিষয়।



গত ২ বছরে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয় ২১ নভেম্বর। তা শেষ হয় জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে।



আরও পড়ুন-বিধানসভা নির্বাচন, সাড়ে এগারোটা পর্যন্ত মহারাষ্ট্রে ভোট পড়ল ১৫.১৭ শতাংশ ও হরিয়ানায় ২২.৪০ শতাংশ


জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ, দেশের আর্থিক মন্দা-সহ একাধিক বিষয় নিয়ে ফের তোলপাড় হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন। গত অধিবেশনে একদিনেই ৩৭০ ধারা বিলোপ নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এবার তা ফের উঠতে পারে। পাশাপাশি দেশের আর্থিক বৃদ্ধির হার নিয়েও প্রশ্ন উঠতে পারে এবারের অধিবেশনে।