নিজস্ব প্রতিবেদন : জম্মু কাশ্মীরে শক্তি হারাচ্ছে হিজবুল মুজাহিদিন। ফলে কমছে জঙ্গি সংগঠনের আক্রমণের ঝাঁঝ। সেই কারণেই সৈয়দ সালাহউদ্দিনকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার দাবি শুরু করেছে লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদের মত জঙ্গি সংগঠনগুলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিপোর্টে প্রকাশ, পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের হোতা সৈয়দ সালাহউদ্দিনের নেতৃত্বেই জম্মু কাশ্মীরে হানাদারি চালায় হিজবুল মুজাহিদিন। বুরহান ওয়ানি নিহত হওয়ার পর, কাশ্মীরে হিজবুলের রাশও নিজের হাতে নিয়ে নেয় সৈয়দ সালাহউদ্দিন। কিন্তু, জম্মু কাশ্মীর পুলিস এবং সেনা বাহিনীর তত্পরতায় বর্তমানে উপত্যকায় নিজেদের মাটি হারাতে বসেছে হিজবুল। দিনের পর দিন ধরে তাদের আক্রমণের আঁচও কমে যাচ্ছে। আর তাতেই এবার টনক নড়েছে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠি জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তইবার।


আরও পড়ুন : সেনা, জঙ্গি গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর


জানা যাচ্ছে, মুম্বই হামলার মাস্টার মাইন্ড তথা লস্কর প্রধান হাফিজ সইদ এবং জইশ-ই-মহম্মদ প্রধান মৌলনা মাসুদ আজাহার ইতিমধ্যেই সালাহউদ্দিনকে সরিয়ে দেওয়ার প্রস্তাব  দিয়েছে। কাশ্মীরে জঙ্গিদের আক্রমণের ঝাঁঝ যাতে কোনওভাবেই না কমে, তার জন্যই সালাহউদ্দিনকে সরিয়ে দেওয়া হবে বলে দাবি করেছে পাকিস্তানের একাধিক জঙ্গি গোষ্ঠী। জানা যাচ্ছে, আমির খান, ইমতিয়াজ খান সহ একাধিক কুখ্যাত জঙ্গি নেতা সালাহউদ্দিনের বিরোধিতা শুরু করেছে। 


পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতে চলা জঙ্গি গোষ্ঠীগুলি এবার নিজেদের মধ্যেই লড়াই শুরু করেছে। জম্মু কাশ্মীরে 'জিহাদি' কার্যকলাপের মাত্র বজায় রাখতে এবার নিজেদের মধ্যেই লড়াই শুরু করেছে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীগুলি।