``প্রয়োজনে শত্রুপক্ষের চোখ উপড়ে নেওয়ার ক্ষমতা রাখি,`` পাকিস্তানকে হুশিয়ারি পার্রীকরের
ফের হুমকি পাকিস্তানকে। এবার আরও জোরালো ভাবে। তবে, নাম না করেই সেই হুমকি দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রীকর। আজ গোয়াতে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন তিনি। সেখানে তিনি বলেন, `ভারত কোনও পরিস্থিতিতেই যুদ্ধ চায় না। কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে শত্রুপক্ষকে জবাব দিতে তার চোখও উপড়ে নেওয়ার ক্ষমতা রাখে।`
ওয়েব ডেস্ক : ফের হুমকি পাকিস্তানকে। এবার আরও জোরালো ভাবে। তবে, নাম না করেই সেই হুমকি দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রীকর। আজ গোয়াতে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন তিনি। সেখানে তিনি বলেন, "ভারত কোনও পরিস্থিতিতেই যুদ্ধ চায় না। কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে শত্রুপক্ষকে জবাব দিতে তার চোখও উপড়ে নেওয়ার ক্ষমতা রাখে।"
আরও পড়ুন- দীর্ঘদিন পর স্বাভাবিক ছন্দে কাশ্মীর, রাস্তায় নামলেন বাসিন্দারা
আজকের জনসভায় ফের একবার ভারতীয় সেনাবাহিনীর প্রসংশা করেন তিনি। সেই সঙ্গে পাকিস্তানের উদ্দেশ্যেও কড়া বার্তা ছুড়ে দেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর কথায়, শত্রুর যে কোনও প্ররোচনার জবাব দিতে ভারতীয় সেনা প্রত্যেক সময়ে তৈরি। তিনি বলেন, পাকিস্তান তাদের কাজের উত্তর পেয়েছে গত কয়েকদিনে। আর তাই তারা চাইছে এখন সীমান্তে বন্ধ হোক গুলি বর্ষণ।