দীর্ঘদিন পর স্বাভাবিক ছন্দে কাশ্মীর, রাস্তায় নামলেন বাসিন্দারা

১০০ দিনের বেশি বন্ধ থাকার পর ধীরে ধীরে শান্ত হচ্ছিল। তারই মাঝে ফের অশান্তির আঁচ। ফের বিচ্ছিন্নতাবাদীদের ডাকে কাশ্মীরে চলছে বনধ। তারই মাঝে এবার উইকএন্ডে শনি ও রবিবারের জন্য ছাড় দেওয়া হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। শিথিল করা হয়েছে আন্দোলনের রাশ।

Updated By: Nov 27, 2016, 03:25 PM IST
দীর্ঘদিন পর স্বাভাবিক ছন্দে কাশ্মীর, রাস্তায় নামলেন বাসিন্দারা

ওয়েব ডেস্ক : ১০০ দিনের বেশি বন্ধ থাকার পর ধীরে ধীরে শান্ত হচ্ছিল। তারই মাঝে ফের অশান্তির আঁচ। ফের বিচ্ছিন্নতাবাদীদের ডাকে কাশ্মীরে চলছে বনধ। তারই মাঝে এবার উইকএন্ডে শনি ও রবিবারের জন্য ছাড় দেওয়া হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। শিথিল করা হয়েছে আন্দোলনের রাশ।

আরও পড়ুন- অবশেষে শান্তি! ১৩৩ দিন পর স্বাভাবিক ছন্দে কাশ্মীর

গতকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আজ সকাল থেকে বাসিন্দারা রাস্তায় ভিড় জমিয়েছেন। খুলেছে বাজার। রাস্তায় গাড়িও বেরিয়েছে। স্বাভাবিক ছন্দে ফেরার আনন্দ বাসিন্দাদের চোখে মুখেও দেখা যাচ্ছে সেখানে।

নিরাপত্তা বাহিনীর সঙ্গে হিজবুল মুজাহিদিন নেতা বুরহান ওয়ানির সংঘর্ষে মৃত্যুর পর থেকেই উত্তপ্ত কাশ্মীর। মাসটা ছিল জুলাই। আর সেই সময় থেকেই বিচ্ছিন্নাবাদী সংগঠনগুলির আন্দোলনের ফলে বারবার উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর। দফায় দফায় সংঘর্ষে মৃত্যু হয়েছে ৮৬ জনের। আহত কমপক্ষে পাঁচ হাজার।

.