নিজস্ব প্রতিবেদন: ইতিহাস সৃষ্টি করে, যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। পুরো পাঁচ বছরের মেয়াদ শেষ করার পর, দ্বিতিওবার তিনি এই পদে শপথ নিলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 যোগী আদিত্যনাথের সরকার আগামিদিনে  যুব, শিক্ষা, স্বাস্থ্য, নারী কল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিকাঠামো উন্নয়নের দিকে মনোনিবেশ করবে বলে জানা গেছে।


সূত্রের খবর, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই নীতিগুলি বিজেপির সামাজিক-রাজনৈতিক অবস্থানকে আরও সুসংহত করবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে, দলের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করা গুরুত্বপূর্ণ। এ কথা মাথায় রেখেই নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে।


দ্বিতীয়বার ইউপির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ। প্রথমবারের মতো, যোগী সরকার ২.০-তে আবারও দুই জন উপমুখ্যমন্ত্রী থাকবেন। কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক হলেন ইউপির দুই ডেপুটি সিএম। দ্বিতীয়বার উপমুখ্যমন্ত্রী হলেন কেশব মৌর্য। ব্রজেশ পাঠককে দীনেশ শর্মার জায়গায় নিয়োগ করা হয়েছে।


 



প্রাক্তন ডেপুটি সিএম দীনেশ শর্মা এবং বারাণসীর বিধায়ক প্রাক্তন মন্ত্রী নীলকান্ত তিওয়ারি আদিত্যনাথের বৈঠকে আসেননি। 


যোগী মন্ত্রিসভার সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় রয়েছেন যোগী আদিত্যনাথ (মুখ্যমন্ত্রী), কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক (উপমুখ্যমন্ত্রী)। মন্ত্রী হিসেবে থাকছেন সুরেশ কুমার খান্না, স্বতন্ত্র দেব সিং, বেবি রানী মৌর্য, লক্ষ্মী নারায়ণ চৌধুরী, জয়বীর সিং, ধর্মপাল সিং, নন্দ গোপাল গুপ্ত 'নন্দী', ভূপেন্দ্র সিং চৌধুরী, অনিল রাজভর, জিতিন প্রসাদ, রাকেশ সচন, অরবিন্দ কুমার শর্মা, যোগেন্দ্র উপাধ্যায়, আশিস প্যাটেল এবং সঞ্জয় নিষাদ।


স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকবেন নিতিন আগরওয়াল, কপিল দেব আগরওয়াল, রবীন্দ্র জয়সওয়াল, সন্দীপ সিং, গুলাব দেবী, গিরিশ চন্দ্র যাদব, ধর্মবীর প্রজাপতি, অসীম অরুণ, জেপিএস রাঠোড়, দয়াশঙ্কর সিং, নরেন্দ্র কাশ্যপ, দীনেশ প্রতাপ সিং, অরুণ কুমার সাক্সেনা, দয়াশঙ্কর মিশ্র 'দয়ালু'।


আরও পড়ুন: Bullet Train: বেঁধে নিন সিট বেল্ট, ৮০০ কিলোমিটার পাড়ি দিন মাত্র ৩ ঘণ্টায়


এই মন্ত্রিসভায় রাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকছেন মায়াঙ্কেশ্বর সিং, দীনেশ খটিক, রাজীব গৌড়, বলদেব সিং আউলখ, অজিত পাল, যশবন্ত সাইনি, রামকেশ নিষাদ, মনোহর লাল মান্নু করি, সঞ্জয় গাংওয়ার, ব্রিজেশ সিং, কেপি মালিক, সুরেশ রাহী, সোমেন্দ্র তোমর, অনুপ প্রধান 'বাল্মীকি', প্রতিভা শুক্লা, রাকেশ রাঠোর গুরু, রজনী তিওয়ারি, সতীশ শর্মা, দিনেশ আজাদ আনসারি, বিজয় লক্ষ্মী গৌতম।


মন্ত্রিসভায় মহিলা মন্ত্রী থাকছেন প্রতিভা শুক্লা, রজনি তিওয়ারি, গুলাব দেবী, বেবি রানি মৌর্য, বিজয় লক্ষ্মী গৌতম। 


উত্তরপ্রদেশে একের পর এক জয়ে একাধিক রেকর্ড গড়েছে বিজেপি। ৩৭ বছর পর পরপর দুটি নির্বাচনে এই প্রথম কোনও দল ক্ষমতায় ফিরেছে। বিজেপি উত্তরপ্রদেশে ২৫৫টি আসন জিতেছে। মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে নির্বাচনী বিজয়ের গতি বহন করবেন এবং তার দ্বিতীয় মেয়াদে রাজ্যের উন্নয়নে আরও জোড় দেবেন বলে মনে করা হচ্ছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)