দিদির ভাষণ `না শুনেই` জমিয়ে পেটপুজো কর্মীদের! একুশের কলকাতা পিকনিক নগরী...

Fri, 21 Jul 2023-3:33 pm,

অয়ন ঘোষাল : চিংড়িঘাটা পেরিয়ে সায়েন্স সিটির দিকে এগোতেই কলকাতা আস্ত একটা পিকনিক নগরী। ১০ মিটার অন্তর অন্তর দাঁড়িয়ে বাস। কোনওটি বাদুড়িয়া, কোনওটি বারাসত, কোনওটি গাইঘাটা থেকে এসেছে। 

ততক্ষণে মঞ্চে উঠে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তাই আর গিয়ে লাভ নেই। অতএব পেট পুজো! 

 

সব থেকে মনোরম লোকেশন ক্যাপ্টেন ভেড়িতে! বিশাল ঝিলে টলটলে জল। মাথার ওপর মেঘলা আকাশ। বৃষ্টি নেই। গরমও খুব নেই। খুব হাওয়া দিচ্ছে। ব্যাস! 

সার দিয়ে বনভোজনের মুডে দলীয় কর্মী সমর্থকরা। খাওয়া দাওয়া করে আর কি পৌঁছানো যাবে ধর্মতলা? শোনা যাবে দিদির ভাষণ? 

 

সলাজ হেসে প্রশ্ন এড়ালেন বাদুড়িয়ার পঞ্চায়েত নেত্রী তথা এই ৭৫ জনের টিম লিডার। ওদিকে পাতে পড়ল ভাত, ডাল, ধোঁকার ডালনা, ডিম, চাটনি। সে একেবারে জমজমাট ব্যাপার। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link