৪০এর মধ্যে ৩৮ উইকেটই স্পিনারদের! পাল্লেকেলেতে শ্রীলঙ্কা-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে বিশ্বরেকর্ড

Sukhendu Sarkar Sun, 18 Nov 2018-7:32 pm,

# পাল্লেকেলেতে শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে বিশ্বরেকর্ড করলেন স্পিনাররা।

 

# ইংল্যান্ডের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার পেসার সুরঙ্গা লাকমল নিয়েছিলেন একটি উইকেট।

 

# শ্রীলঙ্কারই ওপেনার দিমুথ করুণারত্নে রান আউট হয়েছিলেন প্রথম ইনিংসে।

 

# ৪০টার মধ্যে বাকি ৩৮টি উইকেটই তুলে নিলেন দুই দলের স্পিনাররা।

#  দুই ইনিংস মিলিয়ে শ্রীলঙ্কার দিলরুয়ান পেরেরা ৬টি উইকেট, মালিন্দা পুষ্পকুমার ৪টি এবং আকিলা ধনঞ্জয় ৮টি উইকেট নিয়েছেন।

#  দুই ইনিংস মিলিয়ে ইংল্যান্ডের স্পিনাররাও ১৯টি উইকেট তুলে নিয়েছে। মঈন আলি ৬টি, আদিল রশিদ ৪টি এবং জ্যাক লিচ ৮টি উইকেট তুলে নেন।

# এর আগে ১৯৬৯ সালে নাগপুরে ভারত-নিউজিল্যান্ডের টেস্টে স্পিনাররা নিয়েছিলেন ৩৭ উইকেট।

# এই টেস্টে ইংল্যান্ডের পেসাররা কোনও উইকেট নেননি। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে এমন ঘটল তৃতীয়বার। যদিও শ্রীলঙ্কাকে ৫৭ রানে দ্বিতীয় টেস্ট হারিয়ে দিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link