Saudi Arabia Ancient Tombs: সহসা চোখের সামনে ৫০০০ বছরের পুরনো সড়ক, অসংখ্য প্রাচীন সমাধি...

Soumitra Sen Tue, 02 Aug 2022-5:19 pm,

ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষকরা এক বছর ধরে হেলিকপ্টারে চেপে আকাশে ও মাটিতে জরিপ চালিয়ে গিয়েছেন। স্যাটেলাইট থেকে পাওয়া ওই সব ছবি নিয়ে গবেষণাও করেছেন বিজ্ঞানীরা। 

'হলোসিন' জার্নালে প্রকাশিত হয়েছে সেই গবেষণাপত্র। গবেষণা অনুযায়ী, বিজ্ঞানীরা ১,৬০,০০০ বর্গকিলোমিটার এলাকায় এক পথ খুঁজে পেয়েছেন। এই গবেষণার প্রধানের নাম ম্যাথিউ ডাল্টন।

 

গবেষণাপত্র থেকেই জানা গিয়েছে, হাজার বছরের পুরনো ওই রাস্তার পাশে প্রায় ১৮ হাজার সমাধির খোঁজ পাওয়া গিয়েছে! এক গবেষক জানিয়েছেন, সমাধিগুলি ৪৫০০ বছরের পুরনো। সমাধিগুলিতে এক জন করে অথবা একটি দলের কয়েকজনকে একসঙ্গে সমাহিত করা হয়েছিল। 

আশ্চর্যের বিষয় সমাধিগুলি এত দিন ধরে একেবারে সুরক্ষিত ছিল! এই ১৮ হাজার সমাধির মধ্যে মাত্র ৮০টিকে খনন করা হয়েছে, সেগুলি সম্পর্কে আরও জানার চেষ্টা চলছে। 

বিশেষজ্ঞরা মনে করছেন এই হাইওয়েগুলি নিশ্চয়ই ইয়েমেনে গিয়েছে কারণ ইয়েমেন ও উত্তর সিরিয়াতেও এই ধরনের কবর আগে পাওয়া গিয়েছে! 

তবে হাইওয়ের ধারে সমাধি নির্মিত হওয়ায় গবেষকরা রীতিমতো বিস্মিত। এই রকম জায়গায় সমাধি নির্মাণের কী কারণ হতে পারে, তা নিয়ে কিছু অনুমান করা হয়েছে তাঁদের তরফে। যেমন একটি অনুমান, রাস্তা দিয়ে চলাফেরার সময় প্রিয়জনের সমাধিকে যাতে এক ঝলক দেখতে পাওয়া যায়, তাই এই ব্যবস্থা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link